ETV Bharat / bharat

Udaipur Omicron Death : উদয়পুরে ওমিক্রন আক্রান্ত বৃদ্ধের মৃত্যু

author img

By

Published : Dec 31, 2021, 2:13 PM IST

রাজস্থানের উদয়পুরে 73 বছরের এক বৃদ্ধ ওমিক্রনে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৷ গত 15 দিন ধরে চিকিৎসাধীন ছিলেন ৷ শুক্রবার সকালে তাঁর মৃত্যু হয় (death due to omicron) ৷

73 year old man dies of Omicron In Udaipur
Udaipur Omicron Death : উদয়পুরে ওমিক্রন আক্রান্ত বৃদ্ধের মৃত্যু

উদয়পুর, 31 ডিসেম্বর : ওমিক্রনে আক্রান্ত হয়ে এক বৃদ্ধের মৃত্যু হল রাজস্থানের উদয়পুরে (73 year old man dies of Omicron In Udaipur) ৷ 73 বছরের ওই বৃদ্ধ চিকিৎসাধীন ছিলেন ৷ তাঁর দু’বার করোনা করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছিল ৷ তৃতীয়বারের পরীক্ষায় ওমিক্রন পজিটিভ হয় ৷ কিন্তু এবার করোনার মারণ থাবা এড়াতে পারলেন না তিনি ৷

তিনি গত 15 দিন ধরে ওই হাসপাতালে ভর্তি ছিলেন ৷ গত 25 ডিসেম্বর তাঁর জিনোম সিকোয়েন্সে ওমিক্রন পজিটিভ রিপোর্ট আসে ৷ এদিকে স্বাস্থ্য বিভাগের তরফে জানানো হয়েছে, করোনা পরবর্তী শারীরিক সমস্যার কারণে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে ৷ তিনি নিউমোনিয়া, হাইপারটেনশন ও ডায়াবেটিসের সমস্যায় ভুগছিলেন ৷

প্রসঙ্গত, উদয়পুরে করোনার ওমিক্রন ভ্যারিয়্যান্টে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে ৷ এখনও পর্যন্ত 4 জন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ৷ তার মধ্যে একজন মারা গেলেন ৷ যা স্থানীয় প্রশাসনের কাছে ক্রমশ চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে ৷ বিশেষ করে এই ব্যক্তির মৃত্যু চিন্তা বাড়িয়েছে ৷ কারণ, এই ব্যক্তির কোনও ট্র্যাভেল হিস্ট্রি নেই ৷

আরও পড়ুন : Omicron Death in India : মহারাষ্ট্রে ওমিক্রন আক্রান্তের মৃত্যু

উদয়পুরে এই মৃত্যুর ঘটনা সম্ভবত করোনার ক্ষেত্রে ভারতে দ্বিতীয় ৷ এর আগে শুক্রবারই মহারাষ্ট্রের পুনের এক বাসিন্দার ওমিক্রনের আক্রান্ত হয়ে মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ বৃহস্পতিবার তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে, দেখা যায় ওই ব্যক্তি ওমিক্রনে আক্রান্ত ছিলেন ৷ সম্প্রতি তিনি নাইজেরিয়া থেকে ফিরেছিলেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.