ETV Bharat / bharat

আরও 3টি রাফাল আসছে ভারতে, বাংলায় তৈরি হবে দ্বিতীয় স্কোয়াড্রেন

author img

By

Published : Mar 31, 2021, 1:26 PM IST

12 ঘণ্টার ওই সফরে সংযুক্ত আরব আমিরশাহির এয়ার ফোর্স এয়ারবাস 330 মধ্য় আকাশে জ্বালানি সরবরাহ করবে রাফালে ৷ এরাজ্য়ের হাসিমারায় এয়ারফোর্সের দ্বিতীয় স্কোয়াড্রেন করার ভাবনাচিন্তা চালাচ্ছে সেনাবাহিনী ৷ সেখানে রাফাল যুদ্ধবিমান রাখা হবে ৷ এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে সেটি চালু করার ভাবনাচিন্তা করা হচ্ছে ৷

Rafale
রাফাল

আম্বালা, 31 মার্চ : আজ ফের তিনটি রাফাল বিমান আসছে ভারতে ৷ ফ্রান্স থেকে সকাল 7 টায় ছাড়ার কথা এবং গুজরাতে সেগুলি পৌঁছাবে সন্ধে 7টা নাগাদ ৷ একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদমাধ্যম এই খবর জানিয়েছে ৷

জানা গেছে, 12 ঘণ্টার ওই সফরে সংযুক্ত আরব আমিরশাহির এয়ার ফোর্স এয়ারবাস 330 মধ্য় আকাশে জ্বালানি সরবরাহ করবে রাফালে ৷ গুজরাটে নামার পর ওই তিনটি রাফাল বিমান আম্বালা এয়ারবেসের গোল্ডেন অ্য়ারো স্কোয়াড্রনে যোগ দেবে ৷ আজ সন্ধে নাগাদ বিমানগুলি গুজরাতে ল্য়ান্ড করলে ভারতে মোট রাফাল বিমানের সংখ্য়া দাঁড়াবে 14টি ৷

আরও পড়ুন-আগামী বছরের এপ্রিলের মধ্যেই সবক’টি রাফাল হাতে পাবে ভারত: রাজনাথ সিং

এদিকে এরাজ্য়ের হাসিমারায় এয়ারফোর্সের দ্বিতীয় স্কোয়াড্রেন করার ভাবনাচিন্তা চালাচ্ছে সেনাবাহিনী ৷ সেখানে রাফাল যুদ্ধবিমান রাখা হবে ৷ এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে সেটি চালু করার ভাবনাচিন্তা করা হচ্ছে ৷ আগামী কয়েকমাসের মধ্য়ে আরও কয়েকটি রাফাল যুদ্ধবিমান দেশে আসবে বলে জানা গেছে ৷

গতবছর জুলাই মাসে প্রথম রাফাল য়ুদ্ধবিমান আসে৷ সেসময় একসঙ্গে 5টি বিমান আনা হয় ৷ ভারত সরকারে তরফে 36টি রাফাল যুদ্ধ বিমান কেনা হয়েছে ফ্রান্সের কাছ থেকে ৷ যার জন্য় ব্য়ায় হয়েছে প্রায় 59 হাজার কোটি টাকা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.