ETV Bharat / bharat

Pulwama Encounter : পুলওয়ামা এনকাউন্টারে পরিযায়ী শ্রমিক হত্যায় জড়িত দুই জঙ্গি নিকেশ

author img

By

Published : Apr 28, 2022, 11:48 AM IST

জম্মু ও কাশ্মীরে মার্চ-এপ্রিল মাসে অন্য রাজ্য থেকে আসা শ্রমিকরা জঙ্গি আক্রমণে প্রাণ হারিয়েছিলেন ৷ সেই ঘটনায় জড়িত জঙ্গিরা মারা গিয়েছে, জানিয়েছেন কাশ্মীরের পুলিশ আধিকারিক (Pulwama Encounter) ৷

Terrorists involved in labourers death killed
পুলওয়ামায় এনকাউন্টারে মৃত জঙ্গি

পুলওয়ামা, 28 এপ্রিল : আরও এক জঙ্গি নিকেশ হল পুলওয়ামার এনকাউন্টারে ৷ বুধবার এখানে মিত্রিগ্রাম এলাকায় জঙ্গি এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে এনকাউন্টার শুরু হয় ৷ একজন জঙ্গি আগেই মারা গিয়েছিলেন ৷ এবার সংখ্যাটা দুই হল (2 terrorists killed in encounter in Mitrigam area of Pulwama) ৷

2022-এর মার্চ-এপ্রিল নাগাদ পরিযায়ী শ্রমিকদের উপর হামলা চালায় জঙ্গিরা ৷ তার প্রত্যুত্তরে একের পর এক এনকাউন্টার চলছে উপত্যকায় ৷ সেই এনকাউন্টারেই দু'জন জঙ্গি মারা গিয়েছে, জানিয়েছেন কাশ্মীরের আইজিপি বিজয় কুমার ৷ মৃত দুই জঙ্গির নাম আইজ়াজ হাফিজ় এহং শহিদ আয়ুব ৷ তারা আল বাদর জঙ্গি গোষ্ঠীর (Al Badr terror outfit) সদস্য এবং স্থানীয় বলে জানিয়েছেন আধিকারিকরা ৷

আরও পড়ুন : Jammu and Kashmir Encounter : প্রধানমন্ত্রী সফরের আগে জঙ্গি হানায় উত্তপ্ত উপত্যকা

  • #PulwamaEncounterUpdate: Both killed terrorists identified as local terrorists namely Aijaz Hafiz & Shahid Ayub, of Al-Badr outfit. 02 AK rifles recovered. They had been involved in series of attacks on outside labourers in Pulwama in the month of March-April 2022: IGP Kashmir. https://t.co/Rc8ZWjV85d

    — Kashmir Zone Police (@KashmirPolice) April 27, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পুলিশ দু'টি একে 47 রাইফেলও উদ্ধার করেছেন ৷ আইজিপি বিজয় কুমার জানিয়েছেন, জইশ-ই-মহম্মদ গোষ্ঠীর (Jaish-e-Mohammad, JeM outfit) এক পাকিস্তানি জঙ্গি-সহ 2-3 জন জঙ্গিকে ঘিরে ফেলা হয়েছিল ৷ অঞ্চলটির নাগরিকদের বের করে আনার জন্য এই অপারেশন সাময়িক থামাতে হয়েছিল ৷ বুধবার পুলওয়ামায় এই এনকাউন্টারে এক জওয়ানেরও মৃত্যু হয়েছে ৷ জখম হওয়ার পর তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে পাঠানো হয় ৷ কিন্তু তাঁকে বাঁচানো সম্ভব হয়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.