পশ্চিমবঙ্গ

west bengal

দু’টি ভিন্ন শ্লীলতাহানির ঘটনায় দুই অপরাধীর সাজা ঘোষণা আদালতের

By ETV Bharat Bangla Team

Published : Feb 28, 2024, 11:02 PM IST

kalimpong district court: দু’টি শ্লীলতাহানির ঘটনার সাজা ঘোষণা কালিম্পং জেলা আদালতের ৷ একজনের 20 বছরের কারাবাস হল। সঙ্গে 10 হাজার টাকা জরিমানা ৷ আর এক অপরাধীর 3 বছরের সশ্রম কারাদণ্ডের সঙ্গে 2 হাজার টাকা জরিমানার সাজা দিল কালিম্পংয়ের জেলা আদালত ৷

Etv Bharat
Etv Bharat

কালিম্পং, 28 ফেব্রুয়ারি: দুটি পৃথক শ্লীলতাহানির ঘটনায় দুই অপরাধীর 20 বছরের সশ্রম কারাদণ্ডের সাজা ঘোষণা করল কালিম্পং জেলা আদালত। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷ অপর এক অপরাধীকে 3 বছরের সশ্রম কারাদণ্ড ও 2 হাজার টাকা জরিমানা করেন বিচারক।পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে নাবালিকার বাবার বিরুদ্ধে। ওই ঘটনায় পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয় । সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ ৷ তদন্তে নেমে পুলিশ নির্যাতিতার বাবাকে গ্রেফতার করে । এরপর অভিযুক্তের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে ৷

মাত্র দু' মাসের মধ্যে তদন্ত শেষ করে চার্জশিট জমা করেন তদন্তকারী অফিসার সাব-ইন্সপেক্টর শোভনা সেবা। অভিযুক্ত জেল হেফাজতে থাকাকালীনই বিচারপর্ব সম্পন্ন হয় । মঙ্গলবার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন বিচারক। এরপর বুধবার ওই অভিযুক্তকে 20 বছরের সশ্রম কারাদণ্ড ও 10হাজার টাকা জরিমানা করেন বিচারপতি ৷

অন্যদিকে, এক নাবালিকাকে যৌন নির্যাতন করার অভিযোগ ওঠে তারই প্রতিবেশী বিলাস মাহাতোর বিরুদ্ধে । 2021 সালের 9 অক্টোবর বিলাস মাহাতোকে গ্রেফতার হয় । তদন্তকারী অফিসার চার্জশিট জমা দেন। এরপর তাকেও দোষী সাব্যস্ত করে আদালত ৷ অভিযুক্ত বিলাসকে 3 বছরের সশ্রম কারাদণ্ড ও 2 হাজার টাকা জরিমানা করেন বিচারপতি। এই প্রসঙ্গেই সরকারি আইনজীবী নিশা রাই বলেন, "ওই দুই অভিযোগের তদন্তের পর এদিন বিচারক সাজা ঘোষণা করেন। একজনের 20 বছরের সশ্রম কারাদণ্ড ও আর এক জনের 3 বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক।"

আরও পড়ুন:

  1. মাড়গ্রামে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ, তৃণমূল নেতার ছেলে-সহ আটক তিন
  2. ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে স্থগিত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগের প্রথম বর্ষের পরীক্ষা
  3. অতিরিক্ত নম্বরের টোপ দিয়ে ছাত্রীকে শ্লীলতাহানি যাদবপুরে! গুরুতর অভিযোগ অধ্যাপকের বিরুদ্ধে

ABOUT THE AUTHOR

...view details