কলকাতা, 17 মার্চ: হকি ডার্বি জয়ের পর থেকেই কলকাতা হকি লিগে চ্যাম্পিয়ন হওয়ার পথ পরিষ্কার হয়েছিল ইস্টবেঙ্গলের ৷ শনিবার সেটাই সত্যি হল ৷ গ্রুপ পর্বের শেষ ম্যাচে ক্যালকাটা কাস্টমসকে 5-2 গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন লাল-হলুদ ব্রিগেড ৷ 1960 সালে প্রথম হকি লিগে চ্যাম্পিয়ন হয় ইস্টবেঙ্গল ৷ এই নিয়ে মোট এগারোবার লিগ খেতাব ঘরে ঢুকল ।
এর আগে 2021 সালে শেষবার হকি লিগ জিতেছিল ৷ গত মরশুমে ভালো খেলেও শিরোপা হাতছাড়া হয়েছিল ৷ তৃতীয় স্থানে ছিল লাল-হলুদ ৷ নতুন বছরে ট্রফি উদ্ধারের লক্ষ্যে শক্তিশালী দল গড়ে ৷ কয়েকজন জাতীয় দলের খেলোয়াড় সই করিয়েই বাজিমাৎ করল তারা ৷ গোলরক্ষক অটল দেব সিং, নভজ্যোৎ সিং, গুরতেজ সিংদের দুর্দান্ত পারফরম্যান্সে ভর দিয়ে গ্রুপ লিগের ছ'টি ম্যাচেই জয় তুলে নিয়েছিল ইস্টবেঙ্গল ৷