পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কলকাতা হকি লিগে অপরাজিত চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

Calcutta Hockey League: কলকাতা হকি লিগ জিতল ইস্টবেঙ্গল ৷ ফুটবল সুপার কাপ জয়ের পরে ঘরোয়া হকিতে ট্রফির আলো লাল হলুদে ৷

ETV Bharat
হকি লিগে অপরাজিত চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

By ETV Bharat Bangla Team

Published : Mar 17, 2024, 7:52 AM IST

কলকাতা, 17 মার্চ: হকি ডার্বি জয়ের পর থেকেই কলকাতা হকি লিগে চ্যাম্পিয়ন হওয়ার পথ পরিষ্কার হয়েছিল ইস্টবেঙ্গলের ৷ শনিবার সেটাই সত্যি হল ৷ গ্রুপ পর্বের শেষ ম্যাচে ক্যালকাটা কাস্টমসকে 5-2 গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন লাল-হলুদ ব্রিগেড ৷ 1960 সালে প্রথম হকি লিগে চ্যাম্পিয়ন হয় ইস্টবেঙ্গল ৷ এই নিয়ে মোট এগারোবার লিগ খেতাব ঘরে ঢুকল ।

এর আগে 2021 সালে শেষবার হকি লিগ জিতেছিল ৷ গত মরশুমে ভালো খেলেও শিরোপা হাতছাড়া হয়েছিল ৷ তৃতীয় স্থানে ছিল লাল-হলুদ ৷ নতুন বছরে ট্রফি উদ্ধারের লক্ষ্যে শক্তিশালী দল গড়ে ৷ কয়েকজন জাতীয় দলের খেলোয়াড় সই করিয়েই বাজিমাৎ করল তারা ৷ গোলরক্ষক অটল দেব সিং, নভজ্যোৎ সিং, গুরতেজ সিংদের দুর্দান্ত পারফরম্যান্সে ভর দিয়ে গ্রুপ লিগের ছ'টি ম্যাচেই জয় তুলে নিয়েছিল ইস্টবেঙ্গল ৷

এরপরে সুপার সিক্সের পাঁচটি ম্যাচেই জয় ছিনিয়ে নেয় লাল-হলুদ ব্রিগেড ৷ বিএনআরকে 4-3 গোলে হারিয়ে সুপার সিক্সের যাত্রা শুরু ইস্টবেঙ্গলের ৷ এফসিআইকে 4-1 গোলে হারানোর পর ডার্বিতে 1-0 গোলে জেতে তারা ৷ হকি ডার্বি ঘিরে উত্তাল হয়েছিল ময়দান ৷ আইএসএল ডার্বিতে হারের জবাব হকিতে দিয়েছিল ইস্টবেঙ্গল ৷ গ্রুপ লিগ এবং সুপার সিক্স মিলিয়ে মোট 48 টি গোল করেছে ইস্টবেঙ্গল ৷ সর্বোচ্চ গোলদাতা নভজ্যোৎ সিং ৷ চলতি বছরের কলকাতা হকি লিগে মোট 17 টি গোল করেছেন তিনি ৷

আরও পড়ুন:

  1. নিয়ম ভেঙে মহিলা হস্টেলে প্রবেশ, অলিম্পিক্সের জাতীয় শিবির থেকে বহিষ্কার বাংলার শিউলি
  2. সকালে শহরে পৌঁছে বিকেলে অনুশীলনে বিধ্বংসী মেজাজে রাসেল
  3. নীল জার্সি, বাদামি শর্টস; ইউরোর নয়া কিটে টিনটিনকে শ্রদ্ধা জানাবে বেলজিয়াম

ABOUT THE AUTHOR

...view details