ইডি’র পর এবার আক্রান্ত এনআইএ ভূপতিনগর, 6 এপ্রিল: রেশন দুর্নীতি মামলার তদন্তে নেমে আক্রান্ত হয়েছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আধিকারিকরা ৷ ঠিক তার তিন মাসের মাথায় বাংলায় ফের আক্রান্ত হলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ৷ পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর বিস্ফোরণের ঘটনার তদন্তে গিয়ে আক্রান্ত ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির আধিকারিকরা ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বিবৃতি দিয়ে জানিয়েছে, ভাঙা হয়েছে তাদের গাড়ির কাচ ৷ ঘটনায় আহত হয়েছেন এক আধিকারিক ৷
সূত্রের খবর, পূর্ব মেদিনীপুর ভূপতিনগর থানার নাড়ুয়া ভিলা বিস্ফোরণকাণ্ডে দুই তৃণমূল নেতাকে গ্রেফতার করে এনআইএ । জানা গিয়েছে, ওই দুই তৃণমূল নেতার নাম বলাইলাল মাইতি ও মনোব্রত জানা ৷ সেই সময়ই আচমকা গ্রামবাসীরা তদন্তকারী সংস্থার আধিকারিকদের উপর হামলা চালায় বলে অভিযোগ । পরে ভূপতিনগর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।
2022 সালের 3 ডিসেম্বর পূর্ব মেদিনীপুরের নাড়ুয়াবিলা গ্রামের রাজকুমার মান্নার দোতলা বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। মৃত্যু হয় তিন জনের । ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করলেও পরে এই ঘটনার তদন্তভার নেয় এনআইএ । 29 মার্চ ওই বিস্ফোরণের ঘটনায় আট জন তৃণমূল নেতাকে নোটিশ দিয়েছিল এনআইএ ৷ তাঁদের হাজিরাও দিতে বলা হয়েছিল ৷ যদিও এই ঘটনায় বিজেপির রাজনৈতিক ষড়যন্ত্র দেখছে তৃণমূল ৷
5 জানুয়ারি উত্তর 24 পরগনার সন্দেশখালিতে তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে হানা দেয় ইডি ৷ সেখানেই ইডি আধিকারিকদের উপর হামলা চালায় স্থানীয়রা ৷ শাহজাহান শেখের বাড়িতে পৌঁছতেই ইডি আধিকারিকদের উপর তার অনুগামীদের নেতৃত্বে শতাধিক গ্রামবাসী হামলা চালায় বলে অভিযোগ ৷ এই ঘটনায় কয়েকজন ইডি আধিকারিকের মাথা ফাটে ৷ তারপরেই জাতীয় স্তরে আলোচ্য বিষয় হয়ে ওঠে সন্দেশখালি ৷ অবশেষে 55 দিন পর রাজ্য পুলিশের হাতে গ্রেফতার হয় তৃণমূল নেতা শাহজাহান ৷
আরও পড়়ুন:
- ইডির উপর হামলার আগে একাধিক তৃণমূল নেতাকে ফোন শাহাজাহানের ! কী বলছেন স্থানীয় বিধায়ক
- তৃণমূল নেতার বাড়িতে অভিযানে হামলা, রেশন দুর্নীতির তদন্তে রক্তাক্ত ইডি আধিকারিকরা
- 'সন্দেশখালির ঘটনা লজ্জাজনক', রাজ্যের প্রতি অসন্তোষ প্রকাশ করে মন্তব্য হাইকোর্টের প্রধান বিচারপতির