পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

মুম্বইকে 278 রানের টার্গেট, সর্বাধিক স্কোর হাঁকিয়ে আইপিএলে নজির হায়দরাবাদের - ipl 2024

Indian Premier League 2024: আইপিএলে ইতিহাস রচনা করল নিজামভূমের শহর ৷ প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্সকে রানের পাহাড়ের সামনে দাঁড় করাল প্যাট কামিন্সের দল ৷ প্রথমে ব্যাট করে হায়দরাবাদের স্কোর 3 উইকেটের বিনিময়ে 277 রান ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Mar 27, 2024, 9:43 PM IST

Updated : Mar 27, 2024, 10:38 PM IST

হায়দরাবাদ, 27 মার্চ: চলতি টুর্নামেন্টের অষ্টম ম্যাচ স্মরণীয় হয়ে থাকল আইপিএলের ইতিহাসের ৷ বুধবার ঘরের মাঠে বিধ্বংসী সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটাররা যে রান তুললেন তাতে 20 ওভার শেষে 3 উইকেট খুইয়ে হায়দরাবাদরে স্কোর 277 ৷ আর তাতেই আইপিলের ইতিহাসে সর্বাধিক রানের রেকর্ড গড়ল প্যাট কামিন্সের দল ৷ অরেঞ্জ ব্রিগেডকে প্রথমে ব্যাট করতে পাঠিয়ে বোলিংয়ে ডাহা ব্যর্থ হার্দিক অ্যান্ড কোম্পানি ৷ এর আগে এত রান আইপিএলে কোনও দল করতে পারেনি ৷ 2013-তে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 2013 তে পুনে ওয়ারির্য়সের বিরুদ্ধে 5 উইকেটের বিনিময়ে 263 রান করেছিল ৷

রাজীব গান্ধি ইন্টার ন্যাশনাল স্টেডিয়ামে প্রথম ইনিংসসে রাজা প্যাট কামিন্স বাহিনীর হেনরিক ক্লাসেন ৷ 34 বলে তাঁর ব্যাটে রান এসেছে 80 ৷ প্রোটিয়া ব্যাটার হাঁকালেন 7টি ওভার বাউন্ডারি ও 4টি বাউন্ডারি ৷ এদিন টসে জিতে হার্দিক পান্ডিয়া বোলিংয়ের সিদ্ধান্ত নেন ৷ হায়দরাবাদের হয়ে ওপেনিংয়ে নামেন ময়াঙ্ক আগরওয়াল ও ট্রাভিস হেড ৷ 11 রান করে ময়াঙ্ক সাজঘরে ফিরতেই রান তোলার দায়িত্ব নেন অভিষেক শর্মা ও হেড ৷ বিধ্বংসী 62 রানের ইনিংস খেলা ট্রাভিস হেডকে ফেরান জোরাল্ড কোয়েৎজে ৷ পরে 63 রান করে পীযূষ চাওলার শিকার হন অভিষেক শর্মা ৷ এইডেন মার্করাম করেন 42 রান ৷ তারপর নিজামের শহরে বিধ্ববংসী ব্যাটিং হেনরিক ক্লাসেনের ৷ মাত্র 34 বলে 80 রান আসে প্রোটিয়া ব্যাটারের ব্যাটে ৷

এদিন চূড়ান্ত ব্যর্থ হার্দিক ব্রিগেডের বোলাররা ৷ পুরনো দলে ফিরে এসে নয়া দায়িত্ব পাওয়া হার্দিক এদিন মাত্র একটি উইকেট পেলেও 46 রান খরচ করেন বরোদা অলরাউন্ডার ৷ তবে সবচেয়ে বেশি রান ব্যয় করেছেন অভিষেককারী কোয়েনা মাফাকা ৷ 66 রান খরচ করে কোটিপতি লিগে আত্মপ্রকাশটা ভুলতে চাইবেন বছর সতেরোর পেসার ৷ 36 রান দিয়ে কোনও উইকেট আসেনি বুমরার ঝুলিতেও ৷ এদিন পীযূষ চাওলা ও জেরাল্ড কোয়েৎজে একটি উইকেট নিয়েছেন ৷

আরও পড়ুন:

  1. ধোনিদের গুজরাত 'বধ', পয়েন্ট তালিকায় শীর্ষে সিএসকে
  2. ঘরের মাঠে দাপুটে ব্যাটিং রুতুরাজ-রাচিন-শিবমের, বোলিং ব্যর্থতায় শুভমনদের চাই 207
  3. বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেওয়া প্রসঙ্গে সমালোচকদের বার্তা বিরাটের
Last Updated : Mar 27, 2024, 10:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details