পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ভুল স্বীকার মহমেডান স্পোর্টিংয়ের, 11 মার্চ অ্যাপেক্স কমিটির হাতে বিতর্কিত ম্যাচের রায়

CAB Match Fixing: মহমেডান স্পোর্টিংয়ের কোচ এবং অধিনায়ক গড়াপেটার অভিযোগ উড়িয়েছেন ৷ দশ পয়েন্টে কাটা যাবে শুনে মানসিকভাবে ভেঙে পড়ে খারাপ ক্রিকেট পারফরম্যান্স হয়েছিল বলে মহমেডান স্পোর্টিংয়ের কোচ অধিনায়ক সাফাই দিয়েছিলেন ৷ 11 মার্চ অ্যাপেক্স কমিটির বৈঠকেই ম্যাচের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ৷

ETV Bharat
মহমেডান স্পোর্টিং বিতর্ক

By ETV Bharat Bangla Team

Published : Mar 7, 2024, 4:01 PM IST

কলকাতা, 7 মার্চ: মহমেডান স্পোর্টিং বনাম টাউন ক্লাবের বিতর্কিত ম্যাচ নিয়ে সিদ্ধান্ত গেল অ্যাপেক্স কমিটিতে ৷ 11 মার্চ অ্যাপেক্স কমিটির বৈঠকেই ম্যাচের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ৷ টুর্নামেন্ট কমিটি বিতর্কিত ম্যাচের দুই দলের প্রতিনিধি, দুই আম্পায়ার, অবজার্ভারকে ডেকে পাঠিয়ে তাদের বক্তব্য শোনে ৷ যদিও আম্পায়ার এবং অবজার্ভাররা আগেই ম্যাচ নিয়ে তাঁদের রিপোর্ট জমা দিয়েছিলেন ৷ অবৈধ ক্রিকেটার খেলালে অভিযুক্ত দলের 10 পয়েন্ট কাটা যায় ৷

ইতিমধ্যে মহমেডান স্পোর্টিংয়ের কোচ এবং অধিনায়ক গড়াপেটার অভিযোগ উড়িয়েছেন ৷ দশ পয়েন্টে কাটা যাবে শুনে মানসিকভাবে ভেঙে পড়ে খারাপ পারফরম্যান্স হয়েছিল বলে মহমেডান স্পোর্টিংয়ের কোচ অধিনায়ক সাফাই দিয়েছিলেন ৷ টুর্নামেন্ট কমিটির বৈঠক শেষে সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ‌্যায় বলেন, "বিস্তারিত আলোচনা হয়েছে ৷ ক্লাবেদের ডাকা হয়েছিল ৷ তাঁদের পুরো বক্তব‌্য শোনা হয়েছে ৷ আম্পায়ররা ছিলেন, অবজার্ভাররা ছিলেন ৷ স্কোরাররা ছিলেন ৷ টুর্নামেন্ট কমিটি ছিলেন, অবজার্ভার কমিটির চেয়ারম‌্যান ছিলেন, আম্পায়ার কমিটির চেয়ারম‌্যানরা ছিলেন ৷ তাঁদের পুরো বক্তব‌্য নেওয়া হয়েছে ৷ পুরো ঘটনার অনেকদিক রয়েছে ৷ টুর্নাম‌েন্ট কমিটি কোনও সিদ্ধান্ত নেয়নি ৷ তারা পুরো বিষয়টি অ্যাপেক্স কমিটির কাছে পাঠিয়ে দিচ্ছে ৷ অ‌্যাপেক্স কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ৷ সবার কথা শোনা হয়েছে ৷ সেই সব কথাই অ‌্যাপেক্সে পাঠানো হয়েছে ৷"

মহমেডান স্পোর্টিংয়ের প্রতিনিধি হিসেবে অন্যতম কর্তা কামারুদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন ৷ বিতর্কিত ম্যাচে মহমেডান স্পোর্টিং ক্লাবের ব্যাটারদের আউট ঘিরে যাবতীয় বিতর্কের সূত্রপাত ৷ মঙ্গলবার টুর্নামেন্ট কমিটির সামনে আত্মপক্ষ সমর্থনের পাশাপাশি মহমেডান স্পোর্টিংয়ের পক্ষ থেকে ক্ষমা চাওয়া হয়েছে ৷ স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেন, "ওরা ভুল স্বীকার করেছে ৷ আমাদের সবার পক্ষে তো সব আইনকানুন জানা সম্ভব নয় ৷ আমরা আজ কোনও সিদ্ধান্ত নিতে পারিনি ৷ এটা অ‌্যাপেক্স সিদ্ধান্ত নেবে ৷ টাউন ক্লাবও তাদের বক্তব‌্য জানিয়েছে ৷ ফাইনাল ডিসিশন অ‌্যাপেক্স কমিটি নেবে ৷"

ভিনরাজ্যের ক্রিকেটার অবৈধভাবে খেলানোর জন্য সিএবির নিয়ম অনুসারে মহমেডানের শাস্তি পেতে পারে ৷ কিন্তু ভুল স্বীকারের পরে শাস্তি কি কিছুটা কমতে পারে ? স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেন, "এটা অ‌্যাপেক্স কমিটি সিদ্ধান্ত নেবে ৷"

হরিয়ানার হর্ষিত সাইনিকে খেলানো নিয়ে বিতর্ক ৷ কিন্তু তাঁর বিরুদ্ধে অভিযোগটা কী ? সিএবি সভাপতি বলেন, "আমাদের নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসি দিতেই হবে ৷ আবে কুরুভিল্লা বলেছেন ক্লাব ক্রিকেটের কথা ৷ কিন্তু এখানে তো রাজ‌্য থেকে রাজ‌্য ট্রান্সফার হচ্ছে ৷ সেক্ষেত্রে ট্রান্সফার সার্টিফিকেট লাগবেই ৷ আমাদের রাজ্যে তো তিন জন অতিথি ক্রিকেটার খেলতে পারে ৷ এরা ভারতীয় বোর্ডে আবেদনই করেনি ৷ আবেদন না করলে এনওসি দেবে কী করে ৷"

মিটিং শেষে সিএবির হয়েও ব্যাট ধরেছেন তিনি ৷ সভাপতি বলেন, "দিনের শেষে আমাদের ক্রিকেটটাকে দেখতে হবে ৷ তার জন‌্যই তো আমরা এখানে রয়েছি ৷ সবার বক্তব‌্য শুনেছি ৷ আমাদেরও বক্তব‌্য জানিয়েছি ৷ এবার অ‌্যাপেক্স কমিটি সিদ্ধান্ত নেবে ৷ আমাদের কাছে সব ফুটেজ রয়েছে ৷ এ দিন সেগুলি চালানোও হয়েছে ৷" তাই প্রথমশ্রেণির ক্রিকেট লিগে ম্যাচ গড়াপেটার অভিযোগ উঠলেও সিএবি-র নিয়মে ফাঁক রয়েছে ৷ তাই বিতর্কিত ম্যাচ নিয়ে বক্তব্য শোনার পরে অ্যাপেক্স কমিটির কাছে বিষয়টি পাঠানো হয়েছে ৷ কিন্তু নিয়মের ফাঁকের কথা মাথায় রেখে অ্যাপেক্স কমিটি শাস্তি দিতে পারবে কি না, সেটাই দেখার ৷

আরও পড়ুন:

  1. গোয়ায় বিধ্বস্ত লাল-হলুদ, বড়ম্যাচের আগে আঁধারেই ইস্টবেঙ্গল
  2. বেশি খসবে বাগান সমর্থকদের, ইস্টবেঙ্গল আয়োজিত ডার্বিতে কমছে না বিতর্ক
  3. ধরমশালায় অশ্বিনের শততম টেস্টে পারিক্কলের অভিষেক

ABOUT THE AUTHOR

...view details