হায়দরাবাদ, 5 মে: কট্টর বামপন্থী বলতে যা বোঝায় তা হলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র ৷ সেই শ্রীলেখা এবার মানবাধিকার কাউন্সিলের মুখ ৷ দেশের মানবাধিকার কাউন্সিলের জাতীয় মুখমাত্র হলেন শ্রীলেখা মিত্র ৷ সোশাল মিডিয়ায় শেয়ার করলেন শংসাপত্রের ছবি ৷
যেখানে লেখা রয়েছে, মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্সের, হিউম্যআন রাইটস কাউন্সিল অফ ইন্ডিয়ার জাতীয় মুখপাত্র হলেন শ্রীলেখা মিত্র ৷ 4 মে থেকে 2029-এর 3 মে পর্যন্ত এই দায়িত্ব সামলাবেন তিনি ৷ শংসাপত্র শেয়ার করে শ্রীলেখা ক্যাপশনে লিখেছেন, "আমি মানবতার সঙ্গে এই দায়িত্ব গ্রহণ করলাম ৷ ধন্যবাদ এই সম্মানে সম্মানিত করার জন্য ৷ আমি আমরা সেরা কাজ করার চেষ্টা করব ৷"
হিউম্যান রাইটস কাউন্সিল অফ ইন্ডিয়া ও মাই রিলিজিয়ন অফ লাভ হ্যাশট্যাগ দিয়ে অভিজিৎ রায়কে ধন্যবাদ দিয়েছেন শ্রীলেখা। এর পর আবার লেখেন, "অমানুষরা এবার আমার থেকে সাবধান।" নতুন এই পথের জন্য অনেকেই অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন। ভালোবাসার ইমোজি দিয়ে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অনেক অনুরাগী।
নিজের শর্তে জীবন বাঁচতে বরাবরই পছন্দ করেন শ্রীলেখা ৷ আবার 'ঠোঁটকাটা' অভিনেত্রী স্পষ্ট কথা মুখের উপর বলতেও পিছুপা হন না ৷ সমাজের নানা বিষয়, নানা ইস্যু নিয়ে বারবার মুখ খুলেছেন তিনি ৷ আর তাতে কম সমালোচনার শিকার হতে হয়নি তাঁকে ৷ তবে সমাজের চোখরাঙানিকে 'ডোন্ট কেয়ার' করেই এগিয়ে চলেছেন অভিনেত্রী শ্রীলেখা ৷ কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তথাগত মুখোপাধ্যায় পরিচালিত 'পারিয়া' ছবি ৷ বিক্রম চট্টোপাধ্যায়ের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায় শ্রীলেখাকে ৷ পথকুকুরদের নিয়ে এই ছবি দর্শক দরবারে ব্যাপক সাড়া ফেলেছে ৷