পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

মিঠুনকে সঙ্গে নিয়েই নতুন ছবির কাজে ব্যস্ত রাজ চক্রবর্তী

Raj Chakraborty New Film Shooting: নতুন ছবির শ্যুটিংয়ে ব্যস্ত রাজ চক্রবর্তী ৷ তাঁর এই ছবিতে অভিনয় করছেন মিঠুন চক্রবর্তী ৷ এই জুটি ভালোই জমবে বলে আশাবাদী রাজ ৷

ETV Bharat
রাজ চক্রবর্তীর সঙ্গে মিঠুন

By ETV Bharat Bangla Team

Published : Mar 14, 2024, 10:38 PM IST

কলকাতা, 14 মার্চ: নতুন ছবির কাজ শুরু করলেন পরিচালক রাজ চক্রবর্তী। পাক্কা 7 বছর পর ফের এসভিএফ-এর সঙ্গে জুটি বাঁধলেন রাজ। দিনকয়েক আগে একসঙ্গে চারটি ছবির ঘোষণা করে এসভিএফ । তার মধ্যে রাজ চক্রবর্তীরও একটি ছবি রয়েছে ৷ সেখানে অভিনয় করতে দেখা যাবে মিঠুন চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, অনসূয়া মজুমদার ও সোহিনী সেনগুপ্তকে । যদিও ছবির নাম এখনও ঠিক হয়নি ।

সম্প্রতি এই ছবির কাজে হাত দিয়েছেন রাজ । মিঠুন চক্রবর্তীকে সঙ্গে নিয়েই শুরু হয়েছে শ্যুটিং সফর । তার কিছু ঝলক ইতিমধ্যেই সংবাদমাধ্যমের সঙ্গে ভাগ করে নিয়েছে প্রযোজনা সংস্থা। এসভিএফ-এর সঙ্গে রাজের শেষ ছবি ছিল 2017 সালে 'বলো দুগ্গা মাইকি'। একটি মালয়ালম ছবির দ্বারা অনুপ্রাণিত ছিল সেই ছবিটি । তাতে অভিনয় করেছিলেন অঙ্কুশ হাজরা, নুসরত জাহান, রজতাভ দত্ত, সুদীপ মুখোপাধ্যায়, সৌরভ দাস, পরাণ বন্দ্যোপাধ্যায়, কৌশিক বন্দ্যোপাধ্যায়, দেবিকা মিত্র, বুলবুলি পাঁজা, পুষ্পিতা মুখোপাধ্যায় ও সুপ্রিয় দত্ত-সহ আরও অনেকে ।

এরপর থেকে আর কোনও ছবিই রাজ বানাননি এসভিএফ-এর প্রযোজনায় । বানিয়েছেন কখনও জিত তো কখনও নিজের প্রযোজনায় । সম্প্রতি রিমেক বানানোর বদনাম ঘুঁচেছে তাঁর । দর্শককে তিনি উপহার দিয়েছেন 'আবার প্রলয়'-এর মতো সুপারহিট ওয়েব সিরিজ । এছাড়াও তালিকায় রয়েছে 'ধর্মযুদ্ধ', 'পরিণীতা', 'হাবজি গাবজি', 'শেষ থেকে শুরু', 'অ্যাডভেঞ্চার্স অফ জোজো' ।

এসভিএফ-এর সঙ্গে আসন্ন ছবিটি ছাড়াও রাজ বানাচ্ছেন 'বাবলি'। এই ছবিতে অভিনয় করবেন রাজ ঘরণী শুভশ্রী গঙ্গোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায় ও সৌরসেনী মৈত্র-সহ আরও অনেকে । রাজের প্রযোজনাতেই আসছে এই ছবি । তবে, মিঠুন চক্রবর্তীর সঙ্গে আসন্ন জুটি ভালোই জমবে বলে আশাবাদী রাজ চক্রবর্তী ।

আরও পড়ুন :

  1. 'রবিনসন স্ট্রিট হরর স্টোরি: মিথ ভার্সেস রিয়েলিটি' নিয়ে একান্ত আড্ডায় কমলেশ্বর মুখোপাধ্যায়
  2. পর্দায় প্রথমবার আবির-শুভশ্রী, প্রেমের গল্প নিয়ে আসছে রাজের 'বাবলি'
  3. 'হার্ড ওয়ার্কের বিকল্প নেই', ধারাবাহিকের বর্ষপূর্তিতে নতুনদের উদ্দেশ্যে বার্তা রাজের

ABOUT THE AUTHOR

...view details