People Blocked Road: স্বাস্থ্য পরিষেবা না-পেয়ে বিক্ষোভ এলাকাবাসীর, পরিস্থিতি সামাল কেন্দ্রীয় বাহিনীর
স্বাস্থ্য়কেন্দ্র থাকলেও সেখানে মেলে না চিকিৎসা পরিষেবা ৷ কীর্ণাহার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এই বেহাল পরিস্থিতির প্রতিবাদে এবার পথে নামলেন এলাকাবাসী ৷ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক না-থাকায় মিলছে না পরিষেবা । সেই অভিযোগে সোমবার স্বাস্থ্যকেন্দ্রের সামনে সিউড়ি থেকে কাটোয়া যাওয়ার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান ক্ষুব্ধ রোগীর পরিজনেরা ৷ ফলে ব্যপক যানজটের সৃষ্টি হয় সেখানে। পরে লাভপুর থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গিয়ে বুঝিয়ে অবরোধ তুলে দেয়।
এলাকাবাসীর অভিযোগ, একদিন দু’দিন নয় ৷ দীর্ঘদিন ধরেই কীর্ণাহার স্বাস্থ্যকেন্দ্র চিকিৎসকহীন ৷ ফলে অসুস্থ হলে নাজেহাল হতে হয় স্থানীয় বাসিন্দাদের ৷ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকের ব্যবস্থা করতেই বিক্ষোভ দেখান এলাকাবাসী ৷ দীর্ঘক্ষণ পথ অবরোধের ফলে এলাকা ব্যপক যানজটের সৃষ্টি হয় ৷ এক রোগী নেক মহম্মদ বলেন, "কোনওদিনই ডাক্তার থাকে না ৷ প্রায়দিন এসে ঘুরে যেতে হয়। আজও সেই সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছি। কোনও পরিষেবা নেই এখানে । কত দিন সহ্য করব।" উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনের পরও হিংসা এড়াতে কেন্দ্রীয় বাহিনী রয়েছে রাজ্যে। বীরভূমেও রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তাই এদিন বিক্ষোভের খবর পেয়ে লাভপুর থানার পুলিশের সঙ্গে ঘটনাস্থলে যায় কেন্দ্রীয় বাহিনী। ক্ষুব্ধ রোগীর পরিজনকে বুঝিয়ে প্রায় আধঘণ্টা পর অবরোধ তুলতে সমর্থ হয় তারা ৷