পশ্চিমবঙ্গ

west bengal

অঙ্গদানের সচেতনতায় লেজার শো চন্দননগর জগদ্ধাত্রী পুজোয়

By ETV Bharat Bangla Team

Published : Nov 21, 2023, 2:18 PM IST

Jagadhatri Puja 2023

Jagadhatri Puja 2023: অঙ্গদানের সচেতনতায় লেজার লাইট শো করল চন্দননগরের এক জগদ্ধাত্রী পুজো কমিটি। অঙ্গদান একটা মানুষের জীবন ফেরাতে পারে, সেই চিন্তাকে মাথায় রেখেই একটি বেসরকারি হাসপাতালের সাহায্যে এই লেজার লাইটের মাধ্যমে প্রচার চালানো হচ্ছে চন্দননগরে। জগদ্ধাত্রী পুজোর দিনগুলোতে 'মধ্যাঞ্চল সর্বজনীন' একটি পুকুরের জলের মধ্যে এই লেজার শো দেখাচ্ছে। প্রতিদিন সন্ধ্যা থেকে লাইট ও সাউন্ডের মাধ্যমে ভিডিয়ো ক্লিপ চালানো হচ্ছে । 

অঙ্গদানের গুরুত্ব বোঝাতে রাজা কৃষ্ণচন্দ্র কর্তৃক জগদ্ধাত্রী পুজোর সূচনার কথা তুলে ধরা হয়েছে এখানে । এই গল্পে বলা হয়েছে পুজোর সময় বাবার মৃত্যুর পর অঙ্গদানে প্রাণ ফিরে পেয়েছে এক যুবক। এই নিয়েই মানুষকে সচেতনতার বার্তা দিতে চাইছে এক হাসপাতাল কর্তৃপক্ষ। সেই চিন্তাভাবনাকে প্রচারের মাধ্যমে করতে উদ্যোগী হয়েছে পুজো উদ্যোগকতারা। যা দেখতে বহু মানুষের ভিড় উপচে পড়ছে।

চন্দননগরের পুজো কমিটির উদ্যোক্তা ও চিকিৎসক শান্তনু মুখোপাধ্যায় বলেন, "আমাদের মণ্ডপ ও আলোকসজ্জায় দু'টি ভিন্ন ভাবনা রয়েছে। প্রকৃতি ছাড়া আমরা বাঁচতে পারি না। আর একজন অপরকে ছাড়া বাঁচতে পারি না। সেটা হল অঙ্গ দান। সেটাই আমাদের আলোকসজ্জার থিম। আমাদের প্রস্তাবে একটি নামী বেসরকারি হাসপাতালও এগিয়ে এসেছে। এই হাসপাতাল এশিয়ার মধ্যে বেশি অঙ্গ প্রতিস্থাপন করেছে।"

ABOUT THE AUTHOR

...view details