রায়গঞ্জ, 4 ডিসেম্বর:ক্লাবের বোর্ড লাগানোকে কেন্দ্র করে চলল গুলি ৷ মৃত্যু হল এক ব্যক্তির। দোকানে ঢুকে ওই ব্যক্তিকে গুলি করে খুনের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানার অন্তর্গত বাহিনগ্রাম পঞ্চায়েতের ভুলকাই এলাকায়। গুলি চলার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম লালুয়া শেখ (55)। বাড়ি ভুলকাই এলাকাতেই। পুলিশ লালুয়ার মৃতদেহ রায়গঞ্জ গর্ভমেন্ট মেডিক্যাল কলেজে পাঠিয়েছে ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ থানার অন্তর্গত বাহিনগ্রাম পঞ্চায়েতের ভুলকাই এলাকায় কিছুদিন আগে একটি সরকারি জমিতে ক্লাবঘর বানানোর জন্য বোর্ড লাগান স্থানীয় মানুষজন। ওই সরকারি জমির পাশেই স্থানীয় সুলেমান হকের জমি ছিল। অভিযোগ, ওই সরকারি জমি সুলেমান হক হাতিয়ে নেওয়ার জন্য কিছুটা ঘিরে ফেলেছিল। তাই সুলেমান স্থানীয় মানুষের লাগানো বোর্ডটি তুলে ফেলে দেয়। বোর্ডটি ফেলে দেওয়ায় স্থানীয় লালুয়া শেখ ও বাবলু হকের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়ে সুলেমান হক।
ওই গণ্ডগোলের মাঝেই লালুয়া শেখকে গুলি করে খুন করার হুমকি দেয় সুলেমান হক বলে, অভিযোগ ওঠে। রবিবার রাতে লালুয়া শেখ তাঁর নিজের দোকানে থাকাকালীন আচমকাই দুই দুষ্কৃতী এসে লালুয়া শেখকে গুলি করে চম্পট দেয় বলে অভিযোগ। গুলির আওয়াজ শুনে দোকানে ছুটে আসেন লালুয়া শেখের স্ত্রী। স্বামীর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার করেন তিনি। তাঁর চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় মানুষজনও। তড়িঘড়ি স্থানীয়রা লালুয়াকে রায়গঞ্জ গভর্মেন্ট মেডিক্যাল কলেজে নিয়ে যান ৷