মিনাখাঁ(উত্তর 24 পরগনা), 9 জুলাই: ভোট মিটলেও মিটছে না অশান্তি । ভোট পরবর্তী হিংসায় এবার বিজেপি কর্মীদের ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ । উঠেছে লুটপাটের অভিযোগও । এই ঘটনায় কাঠগড়ায় রাজ্যের শাসকদল তৃণমূল । ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার মিনাখাঁয় । অভিযোগ, তৃণমূলের সন্ত্রাসের জেরে আতঙ্কে এলাকা ছেড়ে পালিয়েছেন বিজেপি কর্মীরা । তাঁদের মধ্যে অনেকেই ঘরমুখো হতে পারেননি এখনও ।
পদ্ম শিবিরের অভিযোগ, ভোট লুটে বাঁধা দেওয়াতেই বেছে বেছে বিজেপি কর্মীদের বাড়িতে হামলা চালিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । গণতন্ত্রকে কীভাবে ভুলন্ঠিত করা যায় তা ভোটের দিন দেখিয়ে দিয়েছে এই রাজ্যের শাসকদল । নির্বাচন কমিশন ও পুলিশ কার্যত তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে । যার ফলেই ভোটের পরও বাড়ছে হিংসা ও অশান্তি । এই ঘটনা বন্ধ হওয়া উচিত । যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ৷ ঘটনার জন্য বিজেপির গোষ্ঠী কোন্দলকেই দায়ী করেছে শাসক শিবির । গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ।
আরও পড়ুন:ভোট মিটলেও নিখোঁজ ব্যালট বাক্স, পুকুর থেকে হদিশ পেলেন তৃণমূল প্রার্থীর স্বামী !
ভোটের আগে থেকেই সংবাদ শিরোনামে উঠে এসেছিল উত্তর 24 পরগনার মিনাখাঁ । বিরোধীদের বাধা, হামলা এবং ভাঙচুর, মনোনয়ন প্রক্রিয়া ঘিরে কিছুই বাদ যায়নি সেখানে । সেকারণে একসময় কলকাতা হাইকোর্টের দ্বারস্থও হয় বিজেপিকে । ভোটের দিনেও অশান্তির বিরাম ছিল না মিনাখাঁর বিভিন্ন অঞ্চলে । সেই অশান্তি বজায় রয়েছে ভোট মিটে যাওয়ার পরও । মিনাখাঁয় বিজেপি কর্মীদের বাড়িতে হামলা ও ভাঙচুর ঘটনা দেখে এমনটাই মনে করছে রাজনৈতিক মহল ।
অভিযোগ, ভোট শেষ হতেই শনিবার রাতে মিনাখাঁর চার নম্বর চৈতল এলাকার চার বিজেপি কর্মীর বাড়িতে হামলা চালায় তৃণমূলের বহিরাগত দুষ্কৃতীরা । বাড়িতে ঢুকে রীতিমতো তাণ্ডব চালায় হামলাকারীরা । আলমারি, টিভি, ফ্রিজ,গুরুত্বপূর্ণ নথিপত্র তছনছ করার পাশাপাশি বাড়ির জানলার কাচ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ । যাওয়ার আগে বিজেপি কর্মীর পরিবারের সদস্যদের হুমকি দেওয়া হয় এবং নগদ টাকা লুট করে দুষ্কৃতীরা পালিয়ে গিয়েছে বলেও অভিযোগ উঠেছে । যার জেরে আতঙ্কিত বিজেপি কর্মীরা পরিবার নিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন । রবিবার সকালে দেখা গেল, এদিক-ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ঘরের বিভিন্ন আসবাবপত্র । খা খা করছে বাড়ি । কোথাও কেউ নেই ।