পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নিউ ব্যারাকপুরে 14 লাখ টাকা প্রতারণার অভিযোগ ভুয়ো পুলিশের বিরুদ্ধে

ভুয়ো পুলিশকর্তার পরিচয় দিয়ে ব্যবসায়ীর থেকে প্রায় 14 লাখ টাকার প্রতারণার অভিযোগ । যাকে ঘিরে শোরগোল পড়েছে উত্তর 24 পরগনার নিউ-ব্যারাকপুরে । প্রতারিতের নাম অর্কপ্রভ মজুমদার ।

NEW BARRACKPORE
নিউ-ব্যারাকপুরে 14 লাখ টাকা প্রতারণার অভিযোগ ভুয়ো পুলিশের বিরুদ্ধে

By

Published : Jun 30, 2021, 11:24 PM IST

নিউ ব্যারাকপুর, 30 জুন: দেবাঞ্জনকাণ্ডের রেশ এখনও কাটেনি । তারই মধ্যে ভুয়ো পুলিশকর্তার পরিচয় দিয়ে প্রায় 14 লাখ টাকার প্রতারণার অভিযোগ সামনে এল । যাকে ঘিরে শোরগোল পড়েছে উত্তর 24 পরগনার নিউ-ব্যারাকপুরে । প্রতারিতের নাম অর্কপ্রভ মজুমদার । তাঁর সোলার লাইটের ব্যবসা রয়েছে । অভিযুক্ত টেন্ডার পাইয়ে দেওয়ার নামে ওই ব্যবসায়ীর কাছ থেকে এই টাকা নেন বলে অভিযোগ । টাকা নেওয়ার সময় সে নিজেকে ব্যারাকপুর কমিশনারটের একজন উচ্চপদস্থ পুলিশকর্তা বলে পরিচয় দেওয়ার অভিযোগ উঠেছে । পুলিশে অভিযোগ জানিয়েও কোনও লাভ না হওয়ায় শেষে আইনজীবী মারফত ব্যারাকপুর কোর্টের দ্বারস্থ হন প্রতারিত । সুবিচারের আশায় এখনও আদালতের দিকেই তাকিয়ে রয়েছেন তিনি ।

নিউ-ব্যারাকপুর থানা এলাকার বাসিন্দা অর্কপ্রভ মজুমদারের একটি সোলারের কোম্পানি রয়েছে । কয়েক বছর আগে ব্যবসার সূত্রে অর্কপ্রভের সঙ্গে পরিচয় হয় রিচার্ড গাসপার নামে এক ব্যাক্তির । সে নিজেকে ব্যারাকপুর পুলিশ কমিশনারটের একজন উচ্চপদস্থ আধিকারিক বলে পরিচয় দেয় । ব্যারাকপুর শিল্পাঞ্চলে বিভিন্ন স্ট্রীট লাইটের কন্ট্রাক্ট পাইয়ে দেওয়ার আশ্বাস দেন । বিনিময়ে খেপে খেপে তাঁর কাছ থেকে প্রায় 14 লাখ টাকা হাতিয়ে নেয় এই ব্যাক্তি । এরপরও তার কাছ থেকে বিপুল টাকা চাওয়া হয় বলে অভিযোগ । কিন্তু, তিনি আর টাকা দেওয়ার সাহস দেখাননি । উল্টে প্রতারিত হয়েছেন বুঝতে পেরে 14 লাখ টাকা ফেরত চান ওই ব্যাক্তির কাছ থেকে । অভিযোগ, টাকা চাওয়ার পর থেকেই প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে ওই ব্যবসায়ীকে ।

নিউ-ব্যারাকপুরে 14 লাখ টাকা প্রতারণার অভিযোগ ভুয়ো পুলিশের বিরুদ্ধে

আরও পড়ুন: 144 ধারা অমান্য করে নেতা-কর্মীদের জমায়েত, নেতৃত্ব নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব

অভিযুক্ত হুমকি দিয়ে ওই ব্যাক্তিকে সাদা কাগজে সই করিয়ে নিয়েছে বলেও অভিযোগ উঠেছে । ঘটনার পর ব্যবসায়ী গোটা বিষয়টি লিখিত আকারে জানান নিউ-ব্যারাকপুর থানায় । বারবার পুলিশকে বলা হয় ব্যবস্থা নেওয়ার জন্য । কিন্তু, তারপরও পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি বলেও অভিযোগ ওঠে । পুলিশ নিষ্ক্রিয় থাকায় শেষে বুধবার আইনজীবী মারফত ব্যারাকপুরে কোর্টে মামলা করেন প্রতারিত ব্যাক্তি ।

ABOUT THE AUTHOR

...view details