পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Barasat Siraj Uddan: পার্ক-দুর্নীতিতে অভিযুক্ত বেসরকারি সংস্থাকেই সংস্কারের দায়িত্ব, বিতর্কে বারাসত পৌরসভা!

পার্ক-দুর্নীতিতে অভিযুক্ত সংস্থাকে শাস্তি না দিয়ে 'পুরস্কৃত' করার অভিযোগ উঠল বারাসত পৌরসভার বিরুদ্ধে ৷ ঐতিহ্যবাহী সিরাজ উদ‍্যান ঘিরে একসময় দুর্নীতির অভিযোগ উঠেছিল একটি সংস্থার বিরুদ্ধে। এবার উদ্যান সংস্কারের ভার পেল সেই সংস্থাই।

ETV Bharat
বারাসত পৌরসভার সিরাজ উদ্যান পার্ক

By ETV Bharat Bangla Team

Published : Sep 17, 2023, 8:34 AM IST

Updated : Sep 17, 2023, 6:42 PM IST

বারাসতে সিরাজ উদ্যান পার্কের সংস্কার নিয়ে বিতর্ক

বারাসত, 17 সেপ্টেম্বর: পার্ক-দুর্নীতিকাণ্ডে বরাত পাওয়া এক বেসরকারি সংস্থাকে কাঠগড়ায় তুলে তদন্ত কমিটি গঠন করেছিল তৃণমূল পরিচালিত বারাসত পৌরসভা। এবার আর্থিক অনিয়মে অভিযুক্ত সেই সংস্থার হাতেই ঐতিহ্যবাহী সিরাজ উদ‍্যান সংস্কারের দায়িত্ব তুলে দেওয়া হল ! অর্থাৎ, 'শাস্তি' দেওয়ার বদলে পৌর কর্তৃপক্ষ সংস্থাকে কার্যত 'পুরস্কৃত'-ই করল।

সিদ্ধান্ত ঘিরে আলোড়ন পড়ে গিয়েছে উত্তর 24 পরগনা জেলার সদর শহর বারাসতে। পৌর কর্তৃপক্ষের এহেন সিদ্ধান্তে রীতিমতো বিতর্ক তৈরি হয়েছে। প্রশ্ন উঠেছে তাঁদের ভূমিকা নিয়েও। পার্ক তৈরিতে ওই বেসরকারি সংস্থার গাফিলতির কথা স্বীকার করেও তাঁদের কার্যত দরাজ সার্টিফিকেট দিয়েছেন খোদ পৌরসভার চেয়ারম্যান নিজেই। আর এতেই নতুন করে দুর্নীতির গন্ধ খুঁজে পাচ্ছে গেরুয়া শিবির। বারাসত চাঁপাডালি বাসস্ট্যান্ডের পাশে অবস্থিত ঐতিহ্যবাহী এই সিরাজ উদ‍্যান তৈরির ক্ষেত্রে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছিল ওই বেসরকারি সংস্থার বিরুদ্ধে । শুধু তাই নয়, টেন্ডার প্রক্রিয়া নিয়েও ছিল অস্বচ্ছতার অভিযোগ। গোটা ঘটনায় নাম জড়িয়েছিল পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা তৃণমূল কাউন্সিলর সুনীল মুখোপাধ্যায়ের।

চলতি বছরের 15 ফেব্রুয়ারি এই সংক্রান্ত একটি সংবাদ তুলে ধরেছিল 'ইটিভি ভারত'। সেখানে পার্কের সৌন্দর্যায়ন থেকে বিভিন্ন রাইডের বরাতে বড়সড় দুর্নীতির অভিযোগ তুলে ধরা হয়েছিল। এমনকী বরাত পাওয়া ওই বেসরকারি সংস্থার বিরুদ্ধে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে পার্ক গড়ার যে অভিযোগ উঠেছিল, তাও তথ্য দিয়ে তুলে ধরা হয়েছিল। সেই সংবাদের জেরে রাজ‍্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছিল। প্রকাশিত খবরের জেরে সেই সময় নড়েচড়ে বসে পৌর কর্তৃপক্ষ। পৌরসভার এক্সিকিউটিভ অফিসার ও ফিনান্স অফিসারদের নিয়ে তদন্ত কমিটিও গঠিত হয়েছিল।

আরও পড়ুন:কাকলী ঘোষদস্তিদারের তহবিলে তৈরি সিরাজ উদ্যান ! কোটি-কোটি দুর্নীতির অভিযোগ

সেই তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে দুর্নীতিকাণ্ডে বরাত পাওয়া ওই বেসরকারি সংস্থার বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দিয়েছিলেন পৌরসভার বর্তমান তৃণমূল চেয়ারম্যান অশনি মুখোপাধ্যায়। কিন্তু, তারপর কেটে গিয়েছে বেশ কয়েক মাস ! ইতিমধ্যে তদন্ত কমিটির রিপোর্টও জমা পড়েছে পৌরসভার চেয়ারম্যানের কাছে । তাতে বেসরকারি সংস্থার গাফিলতি ও ত্রুটির কথা স্পষ্টত উল্লেখ রয়েছে বলে খবর পৌরসভা সূত্রে। তার ভিত্তিতে অভিযুক্ত ওই সংস্থার বিরুদ্ধে পৌর কর্তৃপক্ষ শাস্তিমূলক অথবা আইনানুগ ব্যবস্থা নেবে, এটাই স্বাভাবিক। অথচ, তার বদলে বরাত পাওয়া ওই বেসরকারি সংস্থার হাতেই পার্কের রক্ষণাবেক্ষণের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে পৌরসভার তরফে ! আর কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত ঘিরেই প্রশ্ন উঠেছে।

বরাতে যদি ত্রুটি থেকেই থাকে, তারপর কোন ম‍্যাজিকে ভর করে ফের দায়িত্ব পায় বেসরকারি সংস্থাটি ? আর সবচেয়ে বড় বিষয়, বরাত পাওয়ার তিন বছরের মধ্যে কোটি টাকার পার্কের বিভিন্ন জিনিস নষ্ট হতে বসেছে। তার জেরে বেসরকারি সংস্থার বিরুদ্ধে দুর্নীতির ইঙ্গিত পাচ্ছেন খোদ পৌর আধিকারিকরা। সেখানে পৌর কর্তৃপক্ষের এমন সিদ্ধান্ত দুর্নীতিকে প্রশয় দেওয়া নয় তো ? এমনই সব প্রশ্ন উঁকি মারতে শুরু করেছে বিভিন্ন মহলে।

যদিও এ নিয়ে আজব যুক্তি খাড়া করেছেন পৌরসভার চেয়ারম্যান তথা তৃণমূল নেতা অশনি মুখোপাধ্যায়। এই বিষয়ে তিনি বলেন, "তদন্ত কমিটির রিপোর্টে যা যা উঠে এসেছে তার পর্যালোচনা করার পরই দায়িত্বভার তুলে দেওয়া হয়েছে ওই বেসরকারি সংস্থার হাতে। ডেকে পাঠিয়ে তাঁদের সঙ্গে আলোচনা করা হয়েছে। সংস্থাটি পার্ক তৈরিতে নিজেদের গাফিলতির কথা স্বীকারও করেছে। সেই কারণে পেনাল্টি হিসেবে ওদের বলা হয়েছে তাঁরা যেন নিজেদের খরচায় পার্ক সংস্কারের দায়িত্ব নেয়। তাতে ওরা সহমত হয়েছে। সেই মতো দায়িত্বপ্রাপ্ত সংস্থাটি কাজ শুরু করেছে। আমাদের চেষ্টা ছিল সেপ্টেম্বর মাসের মধ্যেই সংস্কারের কাজ শেষ করে জনসাধারণের উদ্দেশ্যে সিরাজ উদ‍্যান খুলে দেওয়া। কিন্তু, প্রাকৃতিক দুর্যোগের জন্য সেই কাজ কিছুটা হলেও বিলম্বিত হয়েছে ।"

কিন্তু, অভিযুক্ত সংস্থাকেই কেন বেছে নিল পৌরসভা ? এই প্রশ্নের জবাবে বারাসত পৌরসভার চেয়ারম্যান বলেন, "ওরা টাকা নিয়েও ঠিকভাবে কাজ করেনি। ওদেরই দায়িত্ব সেই কাজ ঠিক করে দেওয়া। এটা শাস্তি, পুরস্কার নয় !" এরপরই ওই সংস্থার বিরুদ্ধে প্রশংসা করতে দেখা যায় চেয়ারম্যান অশনি মুখোপাধ্যায়কে । তাঁর কথায়, "আমি শুনেছি সংস্থাটির নামডাক রয়েছে। খুব বড় সংস্থা এটি। এই ধরনের পার্ক তৈরির ক্ষেত্রে তাঁদের যথেষ্ট দক্ষতা রয়েছে ।"

পৌরসভার প্রাক্তন চেয়ারম্যানকেও ক্লিনচিট দিয়েছেন বর্তমান চেয়ারম্যান অশনি মুখোপাধ্যায় । 180 ডিগ্রি ঘুরে তাঁর সতীর্থ প্রাক্তন চেয়ারম্যানের বিরুদ্ধে তিনি কখনও কোনও অভিযোগ করেননি বলেও দাবি করেছেন । এই বিষয়ে তিনি বলেন, "এটা শুধু প্রাক্তন এবং বর্তমান চেয়ারম্যানের বিষয় নয়। বিষয়টি সমষ্টিগত।"

অন‍্যদিকে, দায়িত্ব পেতেই সিরাজ উদ‍্যান পার্ক সংস্কারের কাজে পুরোদমে নেমে পড়েছে সংস্থাটি। পৌরসভার চেয়ারম্যানের দাবি উড়িয়ে সংস্থার আধিকারিক সুব্রত মণ্ডল বলেন, " সংস্কারের দায়িত্ব নেওয়াটা কোনও শাস্তি নয়। করোনার সময় দীর্ঘদিন পার্ক বন্ধ থাকার ফলে এটি পরিত্যক্ত হিসেবে পড়ে ছিল। তার ফলে রক্ষণাবেক্ষণের অভাবে পার্কের বিভিন্ন রাইড বিকল হয়ে গিয়েছে। কোথাও আবার ধুলোর আস্তরণ পড়েছে । এর মানে এই নয় যে সেখানে নিম্নমানের সামগ্রী ব্যবহৃত হয়েছে। আর আর্থিক দুর্নীতির যে অভিযোগ উঠছে সেটাও ঠিক নয়।"

তিনি আরও বলেন, "পার্ক পরিচালনা এবং টিকিট বিক্রি বাবদ টাকা যথাসময়ে পৌর কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। যদি আর্থিক লেনদেন সংক্রান্ত কিংবা অন্য কোনও অনিয়মের অভিযোগ থাকত তাহলে পৌরসভা আমাদের দায়িত্ব দিত না। পৌরসভা নিশ্চয় বুঝেছে, পার্ক পরিচালনা অথবা সৌন্দর্যায়নের ক্ষেত্রে আমাদের সংস্থা যোগ্য। তাই তাঁরা দায়িত্ব দিয়েছে।" এদিকে অভিযুক্ত সংস্থাকেই বরাত দেওয়ায় আরও বড় দুর্নীতি হবে বলে মনে করছেন বিজেপির রাজ্য কমিটির সদস্য় তাপস মিত্র।

আরও পড়ুন : বন্ধ বারাসতের ঐতিহ্যবাহী সিরাজ উদ্যান, শীতের মরশুমে এসেও ফিরছেন অনেকে

Last Updated : Sep 17, 2023, 6:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details