কাঁথি, 9 অক্টোবর: শান্তিকুঞ্জ থেকে গিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । এদিন এমনই দাবি শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ৷ পাশাপাশি এদিন তিনি আরও বলেন, "নন্দীগ্রাম না হলে তো দিদি থেকে দিদিমা হতেন। কোনওদিন মুখ্যমন্ত্রী হতে পারতেন না।" বিরোধী দলনেতা শুধু এখানেই থেমে থাকেননি এদিন ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এদিন 'রাক্ষসী' বলেও কটাক্ষ করেন (Suvendu Slams Mamata) ৷
এরপর শুভেন্দু অধিকারী বলেন, "ইনি (সুকান্ত মজুমদার) আমার বাবা-মা'র সঙ্গে সৌজন্য বিনিময় করতে এসেছেন । উনি ওনাদের পুত্রের মতো । স্বাভাবিকভাবে সে কারণেই এসেছেন । এতে অন্য কোনও কারণ খোঁজার প্রয়োজন নেই ।" মুখ্যমন্ত্রীকে নিশানা করে শুভেন্দু বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এই বাড়িতে ছিলেন। 2008 সালের 13 মার্চ এই বাড়ির ছাদে ছিলেন উনি । নন্দীগ্রাম না-হলে তো দিদি থেকে দিদিমা হতেন । কোনওদিন মুখ্যমন্ত্রী হতে পারতেন না । এই বাড়িতে রাত কাটিয়ে নন্দীগ্রামের মাটি নিয়ে পরের দিন কলকাতায় গিয়ে মিছিল করেছিলেন পরদিন ।"