পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Dibyendu on Threat Call: 'পুলিশে ভরসা নেই, অমিত শাহকে জানিয়েছি', হুমকি ফোন প্রসঙ্গে বিস্ফোরক দিব্যেন্দু

তমলুকের তৃণমূল লোকসভা সাংসদ দিব্যেন্দু অধিকারীর দাবি, কয়লা পাচারকাণ্ডে রুখে দাঁড়ানোয় তাঁর কাছে প্রাণনাশের হুমকি ফোন আসছে ৷ কিন্তু পুলিশকে অভিযোগ জানিয়ে লাভ হবে না তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ঘটনাটি জানিয়েছেন (TMC Loksabha MP Dibyendu Adhikari over getting threats for protesting against coal smuggling) ৷

Dibyendu Adhikari
দিব্যেন্দু অধিকারী

By

Published : Feb 19, 2023, 7:18 AM IST

তমলুক, 19 ফেব্রুয়ারি: কয়লা পাচারের প্রতিবাদ করেছেন তিনি ৷ তাই ফোনে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে ৷ শনিবার এমন চাঞ্চল্যকর দাবি করলেন দিব্যেন্দু অধিকারী ৷ তিনি পূর্ব মেদিনীপুরে তমলুকের তৃণমূল লোকসভা সাংসদ এবং রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই ৷ হলদিয়া বন্দর চত্বর দিয়ে কয়লা পাচার করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন নেতা ৷ এটি তাঁর সংসদীয় এলাকা (TMC Loksabha MP Dibyendu Adhikari alleges of coal smuggling in Haldia Dock Complex) ৷

এদিকে শনিবারই শুভেন্দু-দিব্যেন্দুর বাবা সাংসদ শিশির অধিকারী কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে একটি ভুয়ো ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে চিঠি লিখলেন ৷ সেখানে তিনি জানান, তাঁর নামে ব্যাংকে একটি অ্যাকাউন্ট খোলা হয়েছে ৷ অথচ তিনি বিষয়টি জানেনই না ৷ জেলার পাবলিক সেক্টর ব্যাংকে এই সন্দেহজনক অ্যাকাউন্টের অস্বস্তি মিলেছে বলে তাঁর দাবি ।

প্রসঙ্গত, শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারী- দু'জনে খাতায় কলমে তৃণমূল সাংসদ হলেও তাঁদের সঙ্গে বিজেপি-ঘনিষ্ঠতা নিয়ে রাজনৈতিক মহলে জলঘোলা হয়েছে ৷ একুশের বিধানসভা নির্বাচনের 2020 সালের ডিসেম্বর মাসে আগে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন ৷ তারপর থেকে নানা সময় তিন বারের লোকসভা সাংসদ শিশির অধিকারীর সঙ্গে বিজেপি নেতাদের দেখা করেছেন । বিজেপির নির্বাচনী প্রচারেও শিশিরকে অংশ নিতে দেখা গিয়েছে ৷ এই প্রসঙ্গে একাধিকবার সংবাদ শিরোনামে উঠে এসেছে দু'বারে তৃণমূল লোকসভা সাংসদ দিব্যেন্দু অধিকারীর নামও ৷

আরও পড়ুন: কয়লা পাচারের টাকায় টলিউডে সিনেমা, ইডির নজরে একাধিক অভিনেতা-অভিনেত্রী

শনিবার তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী সংবাদমাধ্যমে জানান, 24 জানুয়ারি গভীর রাতে হলদিয়াতে একজন সিআইএসএফ অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট (Central Industrial Security Force, CISF) জখম হন ৷ বন্দর এলাকায় কয়লা পাচারকারীদের সঙ্গে তাঁর সংঘর্ষ বাধে এবং তাতে এই পরিণতি বলে দাবি করেন সাংসদ ৷ তিনি বলেন, "আমি এই অঞ্চলের লোকসভা সদস্য ৷ তাই ঘটনাটির কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে জানিয়েছি ৷ সিআইএসএফ এবং স্থানীয় পুলিশের মধ্যে আরও বেশি সহযোগিতার সম্পর্ক থাকা উচিত ৷ এ বিষয়টিও চিঠিতে তাঁকে জানিয়েছে ৷ বন্দর চত্বরে কয়লা পাচারের বিষয়টি স্থানীয় পুলিশের খতিয়ে দেখা উচিত ৷ তারপর থেকেই আমার মোবাইলে নিয়মিত প্রাণ নাশের হুমকি ফোন আসছে ৷" তবে এধরনের ফোনে তিনি বিন্দুমাত্র ভয় পাচ্ছেন না, দাবি নেতার ৷ তিনি আরও বলেন, "যতক্ষণ পর্যন্ত আমি এই চেয়ারে আছি, ততক্ষণ আমি তমলুকের সাংসদ হিসেবে কাজ করে যাব ৷"

তবে এই হুমকি ফোন নিয়ে তিনি স্থানীয় থানায় কোনও অভিযোগ দায়ের করেননি ৷ তাঁর দাবি, "এর আগে আমি অনেক বিষয়েই স্থানীয় পুলিশের কাছে গিয়েছি ৷ কিন্তু সমস্যাগুলির সমাধান হয়নি ৷ তাই এ নিয়ে পুলিশের কাছে গেলেই বা কী হবে ?" তৃণমূলের রাজ্যসভা সাংসদ শান্তনু সেন অবশ্য এই যুক্তিকে ভিত্তিহীন আখ্যা দিয়েছেন ৷ তিনি জানিয়েছেন, এধরনের গুরুতর অভিযোগ পুলিশকে না-জানানোর কোনও মানে হয় না ৷ শান্তনু বলেন, "আগে তাঁর (দিব্যেন্দু অধিকারী) নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করা উচিত ৷ তিনি সরকারি ভাবে তৃণমূল কংগ্রেসের সাংসদ হলেও বিজেপির সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলেছেন ৷ তিনি সাংসদ হিসেবে কেন পদত্যাগ করছেন না ?"

আরও পড়ুন: বিশেষভাবে সক্ষমদের যেন অসুবিধা যাতে না হয়, অভিষেকের সভা নিয়ে মন্তব্য দিব্যেন্দুর

ABOUT THE AUTHOR

...view details