পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Durgapur Man Died in Road Accident : দুর্গাপুরে স্বাস্থ্যসাথী কার্ডে হাসপাতালের বেড মেলেনি, 13 ঘণ্টা ঘুরে প্রৌঢ়ের মৃত্যু

শনিবার দুপুরে বাইকে ধাক্কা লেগে জখম হন দুর্গাপুরের এক প্রৌঢ় ৷ স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে আহত প্রৌঢ় দিনভর ঘুরেও হাসপাতালে চিকিৎসা পাননি ৷ শেষে বিনা চিকিৎসায় মারা যান তিনি (Durgapur Man Died in Road Accident) ৷

protest over negligence of Swasthya Sathi Card
নির্মল মণ্ডলের মরদেহ নিয়ে বিক্ষোভ

By

Published : Apr 3, 2022, 9:39 AM IST

Updated : Apr 3, 2022, 10:14 AM IST

দুর্গাপুর, 3 এপ্রিল : পথদুর্ঘটনায় গুরুতর জখম প্রৌঢ়কে নিয়ে রাজ্যের একাধিক হাসপাতাল ঘুরেও মিলল না স্বাস্থ্য সাথী কার্ডে চিকিৎসার পরিষেবা । অবশেষে রবিবার ভোররাতে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মারা যান তিনি । ঘটনাটি পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের ৷ মৃত ব্যক্তির নাম নির্মল মণ্ডল ৷ বয়স আনুমানিক 62 বছর । এর প্রতিবাদে আজ সকালে রাস্তায় প্রৌঢ়ের মৃতদেহ নিয়ে বসে পড়ে পরিবার এবং স্থানীয়রা ৷ পুলিশের তোলাবাজি স্বাস্থ্য সাথী কার্ডের ভূমিকা এবং ক্ষতিপূরণের দাবিতে দুর্গাপুরের জব্বর পল্লি এলাকায় পথ অবরোধ করে তারা । ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ বাহিনী ।

মৃতের ছেলে রণজয় মণ্ডলের অভিযোগ, শনিবার দুপুরে জব্বর পল্লি এলাকায় একটি বাইক ধাক্কা মারে তাঁর বাবাকে । গুরুতর আহত অবস্থায় স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে আহতকে হাসপাতালে ভর্তি করাতে গিয়ে হেনস্থা হতে হয়েছে তাঁদের ৷ কোনও হাসপাতাল জানিয়েছে বেড নেই, কোনও হাসপাতাল বলেছে চিকিৎসার উপযুক্ত যন্ত্রপাতি নেই । কিছুদিন আগেই স্বাস্থ্য সাথী কার্ডের পরিষেবা নিয়ে রাজ্যের বেসরকারি হাসপাতালগুলিকে সতর্ক করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী ৷ কিন্তু মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি যে হাসপাতালগুলি কানেই তোলেনি তা এই ঘটনা থেকেই স্পষ্ট ৷ রাজ্য সরকার ভাল পরিষেবার দাবি করলেও কার্যত বিনা চিকিৎসায় মৃত্যু হয় দুর্ঘটনাগ্রস্ত ওই ব্যক্তির ৷

স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা না পাওয়ায় মৃতদেহ নিয়ে বিক্ষোভ দুর্গাপুরে

এর প্রতিবাদে রবিবার সকাল থেকে মৃতদেহ রাস্তায় রেখে তুমুল বিক্ষোভ শুরু করে দেন মৃতের আত্মীয়-স্বজন ও স্থানীয়রা । পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় দুর্গাপুরের ফরিদপুর থানার পুলিশ ৷ তাঁদের সঙ্গে আলোচনা করে পুলিশ ৷ মৃতের পরিজনদের দাবি, মধ্য়বিত্ত পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি ছিলেন নির্মল মণ্ডল ৷ পেশায় ঘড়ি সারানোর মেকানিক ৷ তাঁর মৃত্যুতে অথৈ জলে পড়েছে পরিবারটি ৷ তাই মৃতের পরিবারকে দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে ৷ এরই সঙ্গে প্রশাসনের কর্তাব্যক্তিদের ঘটনাস্থলে এসে প্রতিশ্রুতি দিতে হবে যাতে ভবিষ্যতে অন্যরা যেন স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা পরিষেবার সুবিধে পায় ।

আরও পড়ুন : Malda Swasthya Sathi Card problem: স্বাস্থ্যসাথী কার্ডে মিলছে না চিকিৎসা, মুখ ফিরিয়েছে প্রশাসনও ! মৃত্যুশয্যায় যুবক

এরপর ঘটনাস্থলে আসেন ফরিদপুর ব্লকের শাসকদলের সভাপতি সুজিত মুখোপাধ্যায় ও ফরিদপুর থানার অফিসার-ইন-চার্জ । প্রায় সাড়ে 4 ঘণ্টা পরে পুলিশের আশ্বাসে রাস্তা থেকে দেহ তুলে তা দুর্গাপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় । যানজট মুক্ত হয় দুর্গাপুর স্টিল টাউনশিপ থেকে পাণ্ডবেশ্বরের মূল রাস্তা ।

Last Updated : Apr 3, 2022, 10:14 AM IST

ABOUT THE AUTHOR

...view details