পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Monkeypox দুর্গাপুরে মাঙ্কিপক্স আতঙ্ক, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ছোটদের স্কুল

এবার বঙ্গে কি মাঙ্কিপক্সের হানা (Monkeypox) ৷ এমনই আতঙ্ক ছড়াল দুর্গাপুর জুড়ে ৷ যে স্কুলে এই ঘটনা ঘটেছে সেখানে অনির্দিষ্টকালের জন্য জারি করা হল ছুটির নোটিশ (First Monkeypox Case Suspect) ৷

ETV Bharat
Monkeypox

By

Published : Aug 18, 2022, 8:08 PM IST

Updated : Aug 18, 2022, 11:02 PM IST

দুর্গাপুর, 18 অগস্ট:বেসরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের নার্সারি ক্লাসের তিন পড়ুয়া কি মাঙ্কিপক্সে (Monkeypox) আক্রান্ত ? এমন প্রশ্নেই আতঙ্ক ছড়াল দুর্গাপুর জুড়ে (First Monkeypox Case Suspected in Durgapur)।

জানা গিয়েছে, ওই বেসরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের দুটি বিদ্যালয় ভবন রয়েছে। তার মধ্যে একটি ধাণ্ডাবাগ এলাকায়। সেই ভবনেই এদিন নোটিশ দেওয়া হল ৷ তারপরেই তড়িঘড়ি নার্সারি, প্রিপেটারি ক্লাসের ছাত্র-ছাত্রীদের আপাতত 22 অগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে । তিন ছাত্রের হাতে গুটি বসন্তের মতো কিছু বের হয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে । তিন জন এই বেসরকারি বিদ্যালয়ের নার্সারির ছাত্র বলে জানা গিয়েছে (Dugrapur school Closed for an Indefinite Period) ।

আরও পড়ুন:উপসর্গহীন ব্যক্তিরাই আরও বাড়াচ্ছে মাঙ্কিপক্স সংক্রমণের ভয় বলছে গবেষণা

দুর্গাপুর নগর নিগমের স্বাস্থ্য দফতরের মেয়র পরিষদ সদস্য রাখি তিওয়ারি জানান, ওই ছাত্র তাঁরই 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ছাত্রের বাবা-মা তাঁকে যেমনটা জানালেন তাতে মনে হচ্ছে অ্যালার্জির মতো কিছু বেরিয়ে ছিল প্রথমে। তিনি বাবা-মার তরফে থেকে আরও জানতে পেরেছেন শিশুরোগ বিশেষজ্ঞ আশিস কোনারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল বাচ্চাটিকে ৷ সেই ডাক্তারের প্রাথমিক অনুমান রোগটি 'হ্যান্ড, ফুট, মাউথ ডিসিস' (Hand, Foot, Mouth Disease) ৷

তাই এই রোগ সংক্রান্ত কিছু শারীরিক পরীক্ষা দেওয়া হয়েছে ৷ যদিও ভয়ের বিষয় রোগটি মারাত্মক ছোঁয়াচে ৷ তাঁরা চিকিৎসককে দেখিয়েছেন। আপাতত সে বাড়িতেই রয়েছে । দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ধীমান মণ্ডলের সঙ্গে ইটিভি ভারতের প্রতিনিধি যোগাযোগ করলে জানা যায়, হাসপাতালে এই রোগে আক্রান্ত কেউ ভর্তি নেই । তবে আমি বিষয়টি তিনিও জানেন ৷

Last Updated : Aug 18, 2022, 11:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details