নদিয়া, 13 জুলাই:মঙ্গলবার গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে উদ্ধার করে 3 হাজার 500 বোতল ফেনসিডিল (Phensedyl Recovered by Bhimpur Police)।
গোপন সূত্রে খবর পেয়ে, ভীমপুর থানার পুলিশ কৃষ্ণনগর মাজদিয়া হাই-রোডের ওপর কুলগাছি এলাকায় নাকা চেকিং চালায়। সেই সময় একটি চারচাকা বোলেরো গাড়ির চালক ও খালাসি পুলিশকে দেখে গাড়িটিকে রেখে পালিয়ে যায়। এর পরেই পুলিশ গাড়িটিকে আটক করে এবং গাড়ির ভিতর থেকে উদ্ধার হয় 3 হাজার 500 বোতল ফেনসিডিল।
এই পাচারের সঙ্গে কে বা কারা যুক্ত রয়েছে ? তা নিয়ে তদন্ত শুরু করেছে নদিয়ার ভীমপুর থানার পুলিশ। পাশাপাশি ওই গাড়ির নম্বর দিয়ে সূত্র খোঁজার চেষ্টা করছে পুলিশ। প্রশাসনিক সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই ওই রাস্তা দিয়ে এভাবেই বেআইনিভাবে ফেনসিডিল পাচার হত। বেশ কিছুদিন ধরেই পুলিশ খবরা-খবর নিতে দিন-রাত নাকা চেকিং শুরু করে। তারপরই হাতেনাতে সাফল্য মেলে পুলিশের। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। পুলিশ জানার চেষ্টা চালাচ্ছে এই ফেনসিডিলগুলো কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং কারা এই ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে।
আরও পড়ুন :মালদায় পিস্তল, পাইপগান, কার্তুজ উদ্ধার ; গ্রেফতার দুই তৃণমূলকর্মী