সামশেরগঞ্জ, 10 জুন : মুর্শিদাবাদের সামশেরগঞ্জে ফের উদ্ধার হল বোমা । গত রবিবার আমবাগানে আম কুড়াতে গিয়ে বোমা ফেটে জখম হয় একজন । সোমবার ওই আমবাগান থেকে উদ্ধার হয় ১০টি বোমা । এদিন ফের সামশেরগঞ্জের জল্লাদিপাড়া গ্রামে এক লিচুবাগান থেকে উদ্ধার হল ২০টি বোমা । ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে এলাকায় । পুলিশ বম্ব স্কোয়াডে খবর দিয়েছে, সেই টিম এসেই বোমাগুলি নিস্ক্রিয় করবে ।
স্থানীয় মানুষের দাবি, রাজনৈতিক উত্তেজনার কারণে সামশেরগঞ্জ দাঁড়িয়ে রয়েছে বারুদের স্তুপে । রাজনৈতিক দলগুলির বিবাদ পাশাপাশি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বই এর কারণ ৷ যার জন্য উত্তপ্ত হয়ে রয়েছে সামশেরগঞ্জ ।