মালদা, 26 জুন: প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাইয়ে দিতে কাটমানি আদায়ের অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামীর বিরুদ্ধে । মালদার হরিশচন্দ্রপুর 1 ব্লকের গাড়ড়া গ্রামের ঘটনা ৷ অভিযোগ, জবকার্ড ও প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে টাকা নিয়েছেন এলাকার দাপুটে তৃণমূল নেতা উত্তম সাহা ৷ তিনি কুশিদা গ্রাম পঞ্চায়েত সদস্যা রুমা সাহার স্বামী ৷
সম্প্রতি ওই তৃণমূল নেতার টাকা আদায়ের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে হরিশচন্দ্রপুর 1 ব্লকের কুশিদায় । স্থানীয়দের অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে উত্তম সাহা সুপারভাইজারকে সঙ্গে নিয়ে 10 থেকে 15 হাজার টাকা করে কাটমানি আদায় করেছেন । সমস্যার সূত্রপাত হয় তখন, যখন প্রধানমন্ত্রী আবাস যোজনার নামের লিস্ট আসে । লিস্টে টাকা দেওয়া অনেকেরই নাম ছিল না ৷
এরপরেই নিজেদের টাকা ফেরত চান ওই উপভোক্তারা । কিন্তু টাকা ফেরত দিতে রাজি হননি উত্তম সাহা । উল্টে উপভোক্তাদের হুমকি দিয়েছেন বলেও অভিযোগ স্থানীয়দের । এরপরেই উত্তম সাহার কাটমানি নেওয়ার একটি ভিডিয়ো প্রকাশ্যে আনেন স্থানীয়রা । ভিডিয়োয় দেখা যাচ্ছে, ভাইকে সঙ্গে নিয়ে উপভোক্তাদের থেকে টাকা নিচ্ছেন উত্তম সাহা । তবে ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত । আজ পুরো বিষয়টি জানিয়ে পঞ্চায়েত ও বিডিও দফতরে অভিযোগ জানান উপভোক্তারা ।
মহম্মদ আজাদ নামে এক অভিযোগকারী বলেন, "উত্তমবাবু আমাদের ঘর পাইয়ে দেওয়ার জন্য 10 থেকে 15 হাজার টাকা দাবি করেছিলেন । আমরা সেই টাকাও দিয়েছিলাম । এখন ঘরের তালিকা এসেছে । যাঁরা টাকা দিয়েছিলেন তাঁদের অনেকেরই নাম আসেনি । আমরা উত্তমবাবুকে টাকা ফেরত দেওয়ার কথা বলি । কিন্তু তিনি সাফ জানিয়ে দেন টাকা দেবেন না ।"