পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জবকার্ড ও ঘর পাইয়ে দেওয়ার নামে কাটমানি আদায়, তৃণমূল নেতার ভিডিয়ো ভাইরাল

মালদার হরিশ্চন্দ্রপুরে তৃণমূল নেতার বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে ৷ একটি ভাইরাল ভিডিয়ো নিয়ে হইচই পড়ে গিয়েছে ৷

malda
malda

By

Published : Jun 26, 2021, 10:18 PM IST

মালদা, 26 জুন: প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাইয়ে দিতে কাটমানি আদায়ের অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামীর বিরুদ্ধে । মালদার হরিশচন্দ্রপুর 1 ব্লকের গাড়ড়া গ্রামের ঘটনা ৷ অভিযোগ, জবকার্ড ও প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে টাকা নিয়েছেন এলাকার দাপুটে তৃণমূল নেতা উত্তম সাহা ৷ তিনি কুশিদা গ্রাম পঞ্চায়েত সদস্যা রুমা সাহার স্বামী ৷

সম্প্রতি ওই তৃণমূল নেতার টাকা আদায়ের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে হরিশচন্দ্রপুর 1 ব্লকের কুশিদায় । স্থানীয়দের অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে উত্তম সাহা সুপারভাইজারকে সঙ্গে নিয়ে 10 থেকে 15 হাজার টাকা করে কাটমানি আদায় করেছেন । সমস্যার সূত্রপাত হয় তখন, যখন প্রধানমন্ত্রী আবাস যোজনার নামের লিস্ট আসে । লিস্টে টাকা দেওয়া অনেকেরই নাম ছিল না ৷

এরপরেই নিজেদের টাকা ফেরত চান ওই উপভোক্তারা । কিন্তু টাকা ফেরত দিতে রাজি হননি উত্তম সাহা । উল্টে উপভোক্তাদের হুমকি দিয়েছেন বলেও অভিযোগ স্থানীয়দের । এরপরেই উত্তম সাহার কাটমানি নেওয়ার একটি ভিডিয়ো প্রকাশ্যে আনেন স্থানীয়রা । ভিডিয়োয় দেখা যাচ্ছে, ভাইকে সঙ্গে নিয়ে উপভোক্তাদের থেকে টাকা নিচ্ছেন উত্তম সাহা । তবে ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত । আজ পুরো বিষয়টি জানিয়ে পঞ্চায়েত ও বিডিও দফতরে অভিযোগ জানান উপভোক্তারা ।

মহম্মদ আজাদ নামে এক অভিযোগকারী বলেন, "উত্তমবাবু আমাদের ঘর পাইয়ে দেওয়ার জন্য 10 থেকে 15 হাজার টাকা দাবি করেছিলেন । আমরা সেই টাকাও দিয়েছিলাম । এখন ঘরের তালিকা এসেছে । যাঁরা টাকা দিয়েছিলেন তাঁদের অনেকেরই নাম আসেনি । আমরা উত্তমবাবুকে টাকা ফেরত দেওয়ার কথা বলি । কিন্তু তিনি সাফ জানিয়ে দেন টাকা দেবেন না ।"

তৃণমূল নেতার কাটমানি নেওয়ার ভিডিয়ো ভাইরাল

একই বক্তব্য আরও এক অভিযোগকারী দিলশাদ রাজার । তিনি বলেন, "আমরা স্থানীয় পঞ্চায়েত সদস্যা ও তাঁর স্বামী সহ মোট চারজনের নামে কাটমানি নেওয়ার অভিযোগ জানিয়েছি । আমাদের থেকে 10 থেকে 15 হাজার টাকা নিয়েছে । এখন লিস্টে নাম আসার পর আরও এক হাজার টাকা চাইছে জবকার্ডের জন্য । টাকা না দিলে লিস্ট থেকে নাম কেটে দেওয়া হবে বলেও হুমকি দিচ্ছে ওরা । আমাদের কাছে টাকা নেওয়ার ভিডিয়ো আছে । আমরা পুরো বিষয়টি জানিয়ে পঞ্চায়েত ও বিডিওর কাছে অভিযোগ জানালাম ।"

আরও পড়ুন : সারদার সুদীপ্ত সেনের পথে হেঁটেই কি প্রতারণার জাল বিস্তার দেবাঞ্জনের ?

যদিও পুরো বিষয়টি অস্বীকার করেছেন পঞ্চায়েত সদস্যার স্বামী উত্তম সাহা । তিনি বলেন, "যে অভিযোগ আনা হয়েছে তা পুরোপুরি ভিত্তিহীন । আমি পঞ্চায়েত সদস্যার স্বামী হলেও পুরো কাজের দেখভাল আমার ভাই করে । বিরোধীরা এই অভিযোগ করে আমাদের দুর্নাম করছে । যে ভিডিয়ো সামনে এসে তা ভুয়ো । বিরোধীরা ষড়যন্ত্র করে এসব করছে ।"

এই বিষয়ে হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি মানিক দাস বলেন, "যদি এমন ঘটনা ঘটে থাকে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে । অঞ্চল নেতৃত্বকে বিষয়টি তদন্ত করে দেখতে বলা হয়েছে । দল এধরনের কাজ সমর্থন করে না । দিদির নির্দেশ রয়েছে, কোনও উপভোক্তার থেকে টাকা নেওয়া যাবে না । সব মানুষকে সরকারি সুবিধে পাইয়ে দিতে হবে ।"

ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলকে বিঁধেছে বিজেপি ৷ বিজেপির জেলা সম্পাদক কিষান কেডিয়া বলেন, "তৃণমূল সরকার কাটমানির সরকার । গতকাল একটি ভিডিয়োতে কাটমানি নিতে দেখা গিয়েছে । ভিডিয়োতে দেখা গিয়েছে পঞ্চায়েত সদস্যার স্বামী টাকা নিচ্ছেন । তৃণমূল আর কাটমানি যে সমার্থক তা আরও একবার প্রকাশ্যে এল ।"

ABOUT THE AUTHOR

...view details