মালদা, 18 মার্চ: সিট খোঁজাকে কেন্দ্র করে দুই স্কুলের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ (Clash between HS Examination candidates) ৷ ঘটনায় আহত দু-তিনজন পরীক্ষার্থী । পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের ভিঙ্গোল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভিঙ্গোল উচ্চ বিদ্যালয়ে ।
জানা গিয়েছে, ভিঙ্গোল হাইস্কুলে উচ্চমাধ্যমিক পরীক্ষার (higher secondary examination) সিট পড়েছে কনুয়া হাইমাদ্রাসা ও চণ্ডীপুর হাইস্কুলের পরীক্ষার্থীদের ৷ অভিযোগ, শনিবার পরীক্ষা শুরুর আগে সিট খোঁজা নিয়ে দুই স্কুলের কয়েকজন পরীক্ষার্থীদের মধ্যে বচসা শুরু হয় ৷ নিমেষে দুই স্কুলের পড়ুয়াদের মধ্যে শুরু হয়ে যায় হাতাহাতি ৷ মাথা ফেটে যায় এক পরীক্ষার্থীর । আহত হয় আরও দুই পরীক্ষার্থী । বিষয়টি নজরে আসতেই স্কুল কর্তৃপক্ষ আহত পরীক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা করিয়ে পরীক্ষাও শুরু করান । কিন্তু পরীক্ষা শেষে ফের ঝামেলা হওয়ার আশংকা দেখা দেয় স্কুল কর্তৃপক্ষের মধ্যে । সেই আশঙ্কা থেকেই হরিশ্চন্দ্রপুর থানায় খবর দেওয়া হয়। হরিশ্চন্দ্রপুর থানার আইসির নেতৃত্বে পুলিশ বাহিনী স্কুলে আসে । পরীক্ষা শেষ হওয়ার পর খানিক উত্তেজনা দেখা দিলেও পুলিশি নিরাপত্তায় ছাত্রদের স্কুল থেকে বাড়ি পাঠানো হয় ।