কলকাতা ও দিল্লি, 22 জুন : কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে গতকালই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । সম্ভবত আজই সুপ্রিম কোর্টে শুনানি হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনের । সুপ্রিম কোর্টের অবকাশকালীন বেঞ্চে শুনানি হবে । বেঞ্চে থাকতে পারেন বিচারপতি হেমন্ত গুপ্ত ও বিচারপতি অনিরুদ্ধ বসু ।
নারদ মামলায় মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে পার্টি করা হয় । কিন্ত তখন তাঁরা আলাদাভাবে হলফনামা জমা করেননি । পরে 9 জুন আদালতে হলফনামা জমা করতে গেলে, তা খারিজ হয়ে যায় । এরপর গতকাল হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেন মমতা । আজ সেই আবেদনের শুনানি রয়েছে শীর্ষ আদালতে ।