কলকাতা, 18 নভেম্বর: বিধানসভায় সাংবাদিক বৈঠক করে করে শাসক দল তৃণমূল কংগ্রেসকে (Trinamool Congress) হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ তাঁর কথায়, ‘‘শুভেন্দু যা বলে ভেবে বলে, যেটা বলে, সেটা করে দেখায় ৷’’
প্রসঙ্গত, দিন কয়েক আগে বাঁকুড়ার (Bankura) রাইপুরে বিজেপির (BJP) জনসভা থেকে কয়লা পাচার কাণ্ড (Coal Smuggling Scam) নিয়ে তৃণমূল কংগ্রেসকে একদফা হুঁশিয়ারি দিয়েছিলেন নন্দীগ্রামের বিধায়ক ৷ জানিয়েছিলেন, দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্টে ইডির (ED) দাখিল করা চার্জশিটের কপি প্রকাশ্যে আনবেন ৷ আজ, শুক্রবারই তাঁর এই নিয়ে সাংবাদিক বৈঠক করার কথা ছিল ৷
ফলে এদিন তিনি সাংবাদিক বৈঠকে তিনি এই নিয়ে বিস্তারিত কোনও তথ্য সামনে আনেননি ৷ শুধু জানিয়েছেন, কয়লা কাণ্ডে অভিযুক্ত গুরুপদ মাঝিকে গ্রেফতার করার পর ইডির দেওয়া চার্জশিটে সব তথ্য রয়েছে ৷ তিনি দু‘হাজার পাতার ওই চার্জশিট থেকে তিনটি বিশেষ পাতার উল্লেখ করেন ৷ জানান, ওই চার্জশিট এখন পাবলিক ডোমেনে রয়েছে ৷ যে কেউ তা দেখতে পারে ৷
শুভেন্দুর দাবি, এই মামলায় মূল লাভ যাঁর হয়েছে, সেই গুরুত্বপূর্ণ অভিযুক্তের মামলার শুনানি আগামী 12 ডিসেম্বর সুপ্রিম কোর্টে (Supreme Court) হবে ৷ তাই তিনি এই বিষয়ে এখন বিস্তারিত তথ্য দিতে পারছেন না ৷ আর তার পরই তিনি হুঁশিয়ারি দেন তৃণমূলকে ৷