কলকাতা, 13 অগস্ট : আজ দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর । অন্যদিকে, বৃষ্টির দাপট অব্যাহত থাকবে উত্তরবঙ্গে । পাঁচ জেলায় প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে । দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং, জলপাইগুড়ি ও কোচবিহার জেলার বেশ কিছু জায়গায় 200 মিলিমিটারের বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । অতি ভারী বৃষ্টির জেরে আবহাওয়া দফতর কমলা সর্তকতা জারি করেছে ।
মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । এই তিনটি জেলায় 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । দক্ষিণবঙ্গের চার জেলা অর্থাৎ বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা ও নদিয়ার বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে । কলকাতাসহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।
এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা খুব হালকা হয়ে গৌরবপুর থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে । সেইসঙ্গে বিহারের উপর রয়েছে একটি ঘূর্ণাবর্ত । যার প্রভাবে আগামী রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে । দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে ।