পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লকডাউন মানা হচ্ছে না, জনতাকে ঘরে ঢোকাতে গিয়ে রাজাবাগানে আক্রান্ত পুলিশ

লকডাউন মানা হচ্ছে না কলকাতার অনেক জায়গায় । এলাকায় টহল দিতে গেলে পুলিশের উপরেই চলল ইটবৃষ্টি। আহত কয়েকজন পুলিশকর্মী ।

lockdown
লকডাউন

By

Published : Apr 12, 2020, 12:04 PM IST

কলকাতা, 12 এপ্রিল : মানা হচ্ছে না লকডাউন । কলকাতার মেটিয়াব্রুজ, রাজাবাগান এলাকায় এমন ছবি বারবার সামনে আসছিল । গতকাল সন্ধেয় এলাকায় লকডাউন ভঙ্গকারীদের ঘরে যাওয়ার নির্দেশ দেওয়া হয় পুলিশের তরফে । কিন্তু, তা মানার পরিবর্তে পুলিশকে লক্ষ্য করে চলে ইটবৃষ্টি । ঘটনায় বেশ কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছেন। পরে অবশ্য এলাকায় পুলিশবাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

কোরোনা সংক্রমণ রুখতে গোটা দেশেই জারি রয়েছে লকডাউন । বারবার মানুষকে সামাজিক দূরত্ব মেনে চলতে বলা হচ্ছে । জমায়েত এড়িয়ে চলতে বলা হচ্ছে । থাকতে বলা হচ্ছে বাড়িতে । সচেতনতার বার্তা বারবার প্রচার করা হচ্ছে প্রশাসনের তরফে । কিন্তু কলকাতার বেশ কিছু এলাকায় লকডাউনকে গুরুত্ব দেওয়া হচ্ছে না । মানা হচ্ছে না সামাজিক দূরত্বও । কেন্দ্রীয় গোয়েন্দা রিপোর্টে ছিল তেমনটাই । সেই সূত্র ধরে শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে চিঠি পাঠানো হয় রাজ্যের মুখ্যসচিব ও পুলিশের DG-কে । চিঠিতে কলকাতার বেশ কিছু জায়গায় লকডাউন ও সামাজিক দূরত্ব না মানার কারণে অসন্তোষ প্রকাশ করা হয় । কলকাতার যেসব জায়গার নাম উল্লেখ করা হয়, সেগুলি হল- রাজাবাজার ,নারকেলডাঙা , তপসিয়া, মেটিয়াব্রুজ , গার্ডেনরিচ , একবালপুর এবং মানিকতলা । গতকালের ঘটনা প্রমাণ করে দিল, কেন্দ্রীয় রিপোর্টের যৌক্তিকতা ।

রাজাবাগান এলাকায় বাইক দৌরাত্ম্য চলছিল । সেই সূত্র ধরে পুলিশ মহল্লায় ঢোকে । সেখানে দেখা যায় লোকজন রাস্তায় ঘুরে বেড়াচ্ছে । লকডাউনের চিহ্নমাত্র নেই । পুলিশ দেখে প্রথমে অবশ্য যে যার মতো লুকিয়ে পড়ে । দুই একজন যুবক রুখে দাঁড়ায় । তারপরেই পিলপিল করে বেরিয়ে পড়ে লুকিয়ে থাকা মানুষজন । শুরু হয় ইটবৃষ্টি । পরে অবশ্য পুলিশের বড় দল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

ABOUT THE AUTHOR

...view details