কলকাতা, 19 সেপ্টেম্বর:রাজ্যের জন্য সুখবর । বাংলায় বিনিয়োগে আগ্রহী ভারতীয় শিল্পপতি কেকে মিত্তল । গতকাল অর্থাৎ রবিবার স্পেনের বার্সেলোনাতে প্রবাসী বাঙালিদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে বাংলায় বিনিয়োগের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছিলেন তিনি । মুখ্যমন্ত্রী তখনই তাঁকে মুখ্যসচিবের সঙ্গে কথা বলার নির্দেশ দিয়েছিলেন। বার্সেলোনায় রেলওয়ে ট্র্যাক তৈরির কারখানা রয়েছে এই শিল্পপতির । স্পেনের কনস্টান্টিতে ট্রাভিপোসের এই কারখানা প্রাঙ্গন সোমবার পরিদর্শন করেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এবং শিল্পসচিব বন্দনা যাদব ।
জানা গিয়েছে, এই ভারতীয় শিল্পপতি উত্তরবঙ্গের শিলিগুড়িতে ইতিমধ্যেই 150 কোটি টাকা বিনিয়োগ করছেন । এই অর্থ খরচ করে রাজ্যে দু'লক্ষ লিটার ক্ষমতা সম্পন্ন একটি ইথানলের ফ্যাক্টরি তৈরি করেছে কেকে মিত্তলের সংস্থা । এবার তারা রাজ্যে কংক্রিট স্লিপার ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি তৈরি করতে চান, যাতে বিনিয়োগ করা হবে 100 কোটি টাকা । এদিন রাজ্যের মুখ্যসচিব-সহ পদস্থ অফিসাররা বার্সেলোনাতে কেকে মিত্তলের ফ্যাক্টরি ঘুরে দেখেন এবং এই বিনিয়োগের পথ যাতে সুগম হয় সেই উদ্দেশ্যে আলোচনা করেন তাঁরা ।