পশ্চিমবঙ্গ

west bengal

Investment Proposal for Bengal: বাংলায় ফের বিনিয়োগে আগ্রহী কেকে মিত্তল, বার্সেলোনায় তাঁর কারখানায় রাজ্যের মুখ্যসচিব

By ETV Bharat Bangla Team

Published : Sep 19, 2023, 6:36 AM IST

রাজ্যে বিনিয়োগ আনতে সরকারের পদস্থ কর্তাদের নিয়ে স্পেন সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সোমবার বার্সেলোনায় কেকে মিত্তলের রেলওয়ে ট্র্যাক তৈরির কারখানা ঘুরে দেখেছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ৷

ETV Bharat
কেকে মিত্তলের কারখানায় মুখ্যসচিব

কলকাতা, 19 সেপ্টেম্বর:রাজ্যের জন্য সুখবর । বাংলায় বিনিয়োগে আগ্রহী ভারতীয় শিল্পপতি কেকে মিত্তল । গতকাল অর্থাৎ রবিবার স্পেনের বার্সেলোনাতে প্রবাসী বাঙালিদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে বাংলায় বিনিয়োগের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছিলেন তিনি । মুখ্যমন্ত্রী তখনই তাঁকে মুখ্যসচিবের সঙ্গে কথা বলার নির্দেশ দিয়েছিলেন। বার্সেলোনায় রেলওয়ে ট্র্যাক তৈরির কারখানা রয়েছে এই শিল্পপতির । স্পেনের কনস্টান্টিতে ট্রাভিপোসের এই কারখানা প্রাঙ্গন সোমবার পরিদর্শন করেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এবং শিল্পসচিব বন্দনা যাদব ।

জানা গিয়েছে, এই ভারতীয় শিল্পপতি উত্তরবঙ্গের শিলিগুড়িতে ইতিমধ্যেই 150 কোটি টাকা বিনিয়োগ করছেন । এই অর্থ খরচ করে রাজ্যে দু'লক্ষ লিটার ক্ষমতা সম্পন্ন একটি ইথানলের ফ্যাক্টরি তৈরি করেছে কেকে মিত্তলের সংস্থা । এবার তারা রাজ্যে কংক্রিট স্লিপার ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি তৈরি করতে চান, যাতে বিনিয়োগ করা হবে 100 কোটি টাকা । এদিন রাজ্যের মুখ্যসচিব-সহ পদস্থ অফিসাররা বার্সেলোনাতে কেকে মিত্তলের ফ্যাক্টরি ঘুরে দেখেন এবং এই বিনিয়োগের পথ যাতে সুগম হয় সেই উদ্দেশ্যে আলোচনা করেন তাঁরা ।

আরও পড়ুন: ছবিতে ফিরে দেখা মমতার মাদ্রিদ সফর

স্পেনে প্রবাসী বাঙালিদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনে এবং রাজ্যের শিল্প বান্ধব পরিকাঠামোতে এর রাজ্য বিনিয়োগে অত্যন্ত আগ্রহ দেখিয়েছেন এই শিল্পপতি আর সেই জায়গা থেকেই স্পেন সফরের মধ্যেই এই 100 কোটি টাকার বিনিয়োগ নিয়ে আলোচনা শুরু হয়েছে ৷ উল্লেখ্য, রাজ্যে শিল্প বিনিয়োগ আনার লক্ষ্যে বর্তমানে স্পন সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ 12 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে তাঁর বিদেশ সফর ৷ স্পেন সফর সেরে দুবাই যাওয়ার কথা তাঁর ৷ 23 সেপ্টেম্বর তাঁর ফেরার কথা ৷ মুখ্যমন্ত্রীর এই বিদেশ সফরের সঙ্গী হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ সেখান থেকেই সম্প্রতি তিনি রাজ্যে ইস্পাত শিল্পে বিনিয়োগের ঘোষণা করেছেন ৷

ABOUT THE AUTHOR

...view details