পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata Slams BJP on NRC Issue: অবৈধ আধার কার্ড খোঁজার নামে ফের এনআরসি আনতে চায় বিজেপি, অভিযোগ মমতার

অবৈধ আধার কার্ড খোঁজার নামে এনআরসি চালু করতে চায় বিজেপি ৷ ঘুরপথে ফিরিয়ে আনতে চায় সংশোধিত নাগরিকত্ব আইন ৷ কেন্দ্রের পাঠানো একটি চিঠির প্রসঙ্গ তুলে সোমবার এমনই অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

Mamata Slams BJP on NRC Issue
Mamata Slams BJP on NRC Issue

By

Published : Apr 17, 2023, 4:28 PM IST

কলকাতা, 17 এপ্রিল: এনআরসি ইস্যুতে ফের বিজেপির বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর অভিযোগ, ফের এনআরসি চালু করতে চায় কেন্দ্রের বিজেপি সরকার ৷ সম্প্রতি কেন্দ্রের তরফে রাজ্যকে পাঠানো একটি নির্দেশিকাকে হাতিয়ার করে সোমবার এই অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী ৷

এদিন নবান্নে এক সাংবাদিক বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে বিজেপির বিরুদ্ধে একাধিক ইস্যুতে সরব হন তিনি ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলার সরকার ফেলার চক্রান্ত করছেন বলেও অভিযোগ করেন মমতা ৷ পাশাপাশি মহারাষ্ট্রের সভায় মৃত্যু থেকে সত্যপাল মালিকের বক্তব্য, উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরব হতে দেখা যায় তাঁকে ৷ এর মাঝেই তিনি একটি চিঠির প্রসঙ্গ তোলেন ৷ এক আধিকারিককে দিয়ে সেই চিঠি তিনি আনিয়ে নেন ৷

তার পর তিনি জানান, কেন্দ্রের তরফে অবৈধ আধার কার্ড খুঁজে বের করা ও আধার কার্ড সংশোধন করার জন্য একটি চিঠি পাঠানো হয়েছে রাজ্য সরকারকে ৷ সেই চিঠিতে উত্তর ও দক্ষিণ 24 পরগনার বেশ কয়েকটি এলাকার কথা বলা হয়েছে ৷ সেই এলাকাগুলিতেই এই কাজ করতে হবে ৷ তা কেন্দ্র ও রাজ্য যৌথ উদ্য়োগে করবে বলেও ওই চিঠিতে জানানো হয়েছে ৷ আটটা রাজ্যকে এই চিঠি কেন্দ্র পাঠিয়েছে ৷

এই চিঠিকে হাতিয়ার করেই কেন্দ্রকে নিশানা করেন মমতা ৷ তাঁর অভিযোগ, একটি বিশেষ সম্প্রদায়কে টার্গেট করছে কেন্দ্রের বিজেপি সরকার ৷ আবার এনআরসি করতে চায় তারা ৷ মানুষকে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর উদ্দেশ্য রয়েছে কেন্দ্রের ৷ আবার ঘুরপথে সিএএ চালু করতে চায় বিজেপি ৷ মুখ্যমন্ত্রীর আরও অভিযোগ, ভোট এলেই মেরুকরণের রাজনীতি করে বিজেপি ৷

কিন্তু এই নির্দেশ বাংলার সরকার মানবে না বলেও এদিন সাংবাদিক বৈঠক থেকে জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর কথায়, ‘‘এখানে আধার বাধ্যতামূলক নয় ৷ আমি এটা করব না ৷ আইনশৃঙ্খলা রাজ্যের বিষয় ৷ এনআরসি নিয়ে খেলা আমি কিছুতেই করতে দেব না ৷’’

প্রসঙ্গত, 2019 সালের শীতকালীন অধিবেশনে সংশোধিত নাগরিকত্ব আইন পাস করায় কেন্দ্র ৷ প্রতিবেশী দেশগুলিতে ধর্মীয় অত্যাচারিতদের ভারতে নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয় সেখানে ৷ এই নিয়ে বিতর্ক শুরু হয় দেশজুড়ে ৷ দেশের বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়ায় ৷ সেই সময়ও মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছিলেন ৷ এনআরসি চালু করে একশ্রেণির মানুষকে বিজেপি দেশছাড়া করতে চায় বলে অভিযোগ করেছিলেন ৷

সেই আইন পাস হলেও এখনও চালু হয়নি ৷ তার মধ্যে কেন্দ্রের এই নির্দেশিকা ঘুরপথে সেই আইন চালু করা বলেই মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাই তিনি আগেরবারের পরিস্থিতির কথা মনে করিয়ে দিয়ে এই নিয়ে আবার সরব হয়েছেন সোমবার ৷

আরও পড়ুন:বাংলার সরকার ফেলার চক্রান্ত করছেন স্বরাষ্ট্রমন্ত্রী, অমিত শাহকে নিশানা মমতার

ABOUT THE AUTHOR

...view details