কলকাতা, 17 এপ্রিল: এনআরসি ইস্যুতে ফের বিজেপির বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর অভিযোগ, ফের এনআরসি চালু করতে চায় কেন্দ্রের বিজেপি সরকার ৷ সম্প্রতি কেন্দ্রের তরফে রাজ্যকে পাঠানো একটি নির্দেশিকাকে হাতিয়ার করে সোমবার এই অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী ৷
এদিন নবান্নে এক সাংবাদিক বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে বিজেপির বিরুদ্ধে একাধিক ইস্যুতে সরব হন তিনি ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলার সরকার ফেলার চক্রান্ত করছেন বলেও অভিযোগ করেন মমতা ৷ পাশাপাশি মহারাষ্ট্রের সভায় মৃত্যু থেকে সত্যপাল মালিকের বক্তব্য, উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরব হতে দেখা যায় তাঁকে ৷ এর মাঝেই তিনি একটি চিঠির প্রসঙ্গ তোলেন ৷ এক আধিকারিককে দিয়ে সেই চিঠি তিনি আনিয়ে নেন ৷
তার পর তিনি জানান, কেন্দ্রের তরফে অবৈধ আধার কার্ড খুঁজে বের করা ও আধার কার্ড সংশোধন করার জন্য একটি চিঠি পাঠানো হয়েছে রাজ্য সরকারকে ৷ সেই চিঠিতে উত্তর ও দক্ষিণ 24 পরগনার বেশ কয়েকটি এলাকার কথা বলা হয়েছে ৷ সেই এলাকাগুলিতেই এই কাজ করতে হবে ৷ তা কেন্দ্র ও রাজ্য যৌথ উদ্য়োগে করবে বলেও ওই চিঠিতে জানানো হয়েছে ৷ আটটা রাজ্যকে এই চিঠি কেন্দ্র পাঠিয়েছে ৷
এই চিঠিকে হাতিয়ার করেই কেন্দ্রকে নিশানা করেন মমতা ৷ তাঁর অভিযোগ, একটি বিশেষ সম্প্রদায়কে টার্গেট করছে কেন্দ্রের বিজেপি সরকার ৷ আবার এনআরসি করতে চায় তারা ৷ মানুষকে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর উদ্দেশ্য রয়েছে কেন্দ্রের ৷ আবার ঘুরপথে সিএএ চালু করতে চায় বিজেপি ৷ মুখ্যমন্ত্রীর আরও অভিযোগ, ভোট এলেই মেরুকরণের রাজনীতি করে বিজেপি ৷