কুন্তল ঘোষকে আলিপুর আদালতে পেশ কলকাতা, 20 এপ্রিল: নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষকে বৃহস্পতিবার আলিপুর আদালতে পেশ করা হয় । এদিন কুন্তল আদালতে ঢোকার আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন । সেসময় তাঁকে জিজ্ঞাসা করা হয় পার্থ চট্টোপাধ্যায়ের মত তাঁর হাতে আংটি রয়েছে কি না ৷ এর উত্তরে তিনি বলেন, "আমার শরীরে কোন আংটি বা গয়না নেই । বরং আমার শরীরে রয়েছে ঘামাচি ।" এই বলে তিনি কী ইঙ্গিত করতে চাইলেন সেই প্রশ্নই উঠছে ৷
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে প্রসিডেন্সি সংশোধনাগারে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ এই অবস্থায় হাতে আংটি পরে থাকতে দেখা গিয়েছে তাঁকে ৷ বুধবার ব্যাঙ্কশাল আদালতে ভার্চুয়ালি পার্থকে পেশ করা হলে সেই নিয়ে বিচারকের দৃষ্টি আকর্ষণ করেন ইডি'র আইনজাবী ৷ প্রভাবশালী তাই সংশোধনাগারেও আংটি পরে রয়েছেন বলে জানান ইডি'র আইনজীবী ৷ কারণ, নিয়ম অনুযায়ী সংশোধনাগারে কোনওরকম গয়না পরে থাকা যায় না ৷
এরপরেই নিজেকে প্রভাবশালী না-বোঝাতেই কুন্তল আংটির কথা এদিন বলে মনে করা হচ্ছে ৷ কুন্তল ঘোষকে ইতিমধ্যেই জেরা করে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে ইডি। তাঁর ব্যাংক অ্যাকাউন্ট এবং আর্থিক লেনদেনের নতুন আর্থিক হিসাব পেয়েছেন তদন্তকারীরা। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে খবর, কুন্তল ঘোষের ইডি হেফাজত চেয়ে আদালতে আবেদন জানানো হবে। মূলত আদালতে জানানো হবে যে কুন্তলকে জেরা করে এখনও পর্যন্ত বিভিন্ন তথ্য সংগ্রহ করছেন তদন্তকারীরা ।
উল্লেখ্য, গতকাল আদালতে ভার্চুয়াল শুনানি পড়বে পার্থ চট্টোপাধ্যায়ের হাতে একটি আংটি প্রসঙ্গ আদালতে তুলে প্রাক্তন শিক্ষামন্ত্রীর ওপর প্রভাবশালী তকমা খাড়া করতে চায় তদন্তকারীরা । বলা হয় যে একজন আবাসিকের হাতে আংটি এল কীভাবে ? নিজের প্রভাব খাটিয়ে পার্থ চট্টোপাধ্যায় গয়না পরে রয়েছেন । এর পরেই সংশোধনাগারের সুপার এবং আধিকারিকদের সঙ্গে কথা বলেন বিচারক । সেই প্রসঙ্গেই আজ কুন্তল ঘোষকে আদালতে পেশ করার সময় জানতে চাওয়া হয় যে তার শরীরে পার্থ চট্টোপাধ্যায়ের মত কোনও গয়না বা আংটি আছে কি না? অনেকেই মনে করছেন কুন্তল এই বিষয়ে পার্থ চট্টোপাধ্যায়কেই ব্যঙ্গাত্মক ভঙ্গিতেই ওই মন্তব্য করেছেন ৷
আরও পড়ুন:হাতে আংটি কেন ? সিবিআইয়ের প্রশ্নে পার্থকে বিচলিত না হতে বললেন বিচারক