পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kuntal Letter Case: কুন্তলের চিঠি মামলার শুনানি সুপ্রিম কোর্টের রায়ের পর, জানালেন বিচারপতি গঙ্গোপাধ্য়ায়

নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের সঙ্গে তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তার কথা বলেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ তাঁর নির্দেশের উপর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ তাই ওই রায়ের আগে এই নিয়ে শুনানি হবে বলে বৃহস্পতিবার জানালেন বিচারপতি গঙ্গোপাধ্য়ায় ৷

Kuntal Letter Case
Kuntal Letter Case

By

Published : Apr 20, 2023, 1:45 PM IST

কলকাতা, 20 এপ্রিল: নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলা বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন ৷ তাই এই মামলার শুনানি সুপ্রিম কোর্টের রায়ের পর হবে বলে বৃহস্পতিবার জানিয়ে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ।

তবে আগের নির্দেশ মতো প্রেসিডেন্সি সংশোধনাগারের সুপারের পক্ষ থেকে সিসিটিভি ফুটেজের তিনটি হার্ড ডিস্ক ও অরিজিনাল ভিজিটর রেজিষ্টার জমা দেওয়া হয়েছে আদালতে । এইসব নথি মুখবন্ধ খামে কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ।

প্রসঙ্গত, কুন্তল ঘোষ ছিলেন হুগলিতে যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ৷ নিয়োগ দুর্নীতি কাণ্ডে তাঁকে গ্রেফতার করা হয় ৷ ধরার পড়ার 52 দিন পর তাঁকে দল থেকে বহিষ্কার করে তৃণমূল কংগ্রেস ৷ তার কয়েকদিন পর আদালতে পেশের সময় কুন্তল দাবি করেন, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাঁর উপর চাপ দিচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলার জন্য ৷ একবার নয়, দু’দিনে দু’বার আদালতে পেশের আগে-পরে এই দাবি করেন তিনি ৷

এর পরই জানা যে প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে কুন্তল ঘোষ একটি চিঠি লিখেছেন আলিপুর আদালতের বিচারককে । পাশাপাশি হেস্টিংস থানাতেও একই চিঠি লিখে অভিযোগ জানিয়েছেন তিনি । তাঁর অভিযোগ, সিবিআই ও ইডি তাঁকে চাপ দিচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলার জন্য । তাঁকে হুমকি দিয়েছেন ইডির আধিকারিকরা ৷ যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম তিনি না বলেন, তাহলে তাঁর স্ত্রীকেও গ্রেফতার করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে । পাশাপাশি তাঁকে রাজসাক্ষী হওয়ার জন্যও টোপ দেওয়া হয়েছে ৷

এই বিষয়টি কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে ওঠায়, তিনি প্রসিডেন্সি সংশোধনাগারের সুপারকে সিসিটিভি ফুটেজ ও রেজিস্টার জমা করার নির্দেশ দিয়েছিলেন । সেই মতো বৃহস্পতিবার সেগুলি জমা পড়ল কলকাতা হাইকোর্টে ৷

অন্যদিকে কুন্তল যেদিন প্রকাশ্যে ইডির বিরুদ্ধে চাপ দেওয়ার অভিযোগ তুলেছিলেন, ঠিক তার আগেরদিন একই ধরনের বক্তব্য শোনা গিয়েছিল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে ৷ সেদিনটি ছিল চলতি বছরের 29 মার্চ ৷ সেদিন কলকাতার শহিদ মিনার প্রাঙ্গনে তৃণমূলের ছাত্র ও যুব সংগঠনের এক সমাবেশ ছিল ৷ সেই সমাবেশ থেকে অভিষেক অভিযোগ করেন, কেন্দ্রীয় এজেন্সিগুলি গ্রেফতার হওয়া তৃণমূল নেতাদের কাছে তাঁর নাম বলানোর জন্য চাপ দিচ্ছে ৷

কুন্তল ও অভিষেকের বক্তব্যের ধরন এক হওয়ায় বিচারপতি গঙ্গোপাধ্য়ায় তাঁদের দু’জনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তার কথা বলেছিলেন ৷ সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক ৷ তাঁর আবেদনের ভিত্তিতে হাইকোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ দেয় শীর্ষ আদালত ৷ আগামী সোমবার পর্যন্ত ওই স্থগিতাদেশ বহাল থাকবে ৷ সুপ্রিম কোর্টে ওইদিন মামলার পরবর্তী শুনানি ৷ সেই কারণে হাইকোর্টে এই সংক্রান্ত মামলার শুনানি এখন হবে না বলে বৃহস্পতিবার জানিয়ে দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ৷

আরও পড়ুন:হাইকোর্টের নির্দেশে সুপ্রিম স্থগিতাদেশ, সাময়িক স্বস্তি অভিষেকের

ABOUT THE AUTHOR

...view details