পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Sovan Reacts on Governor Comment: পদের নিরপেক্ষতা বজায় রাখা উচিত রাজ্যপালের, নিশীথ-কাণ্ডে মত শোভনের

রাজ্যপালের উচিত তাঁর পদের নিরপেক্ষতা বজায় রাখা (Sovan Reacts on Governor Comment)৷ নিশীথ প্রামাণিক-কাণ্ডে (Nisith Pramanik Incident) মুখ খুলে এ কথা বললেন শোভন চট্টোপাধ্যায় ৷

governor sovon ETV Bharat
রাজ্যপাল ও শোভন

By

Published : Feb 28, 2023, 3:38 PM IST

Updated : Feb 28, 2023, 5:27 PM IST

আদালতে হাজিরা শোভন চট্টোপাধ্যায় ও ফিরহাদ হাকিমের

কলকাতা, 28 ফেব্রুয়ারি: কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik Incident) উপর হামলার ঘটনায় এ বার মুখ খুললেন কলকাতা পৌরনিগমের প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় (Sovan Reacts on Governor Comment)। মঙ্গলবার নগর দায়রা আদালতে নারদ মামলায় রুটিন হাজিরা দিতে গিয়েছিলেন শোভন । সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, রাজ্যপাল (Governor should maintain neutral) পদে তিনি বহু রাজনৈতিক দলের প্রতিনিধিদের দেখেছেন । রাজভবন নামক বাড়িতে যখন ভিন রাজনৈতিক দলের প্রতিনিধি আসেন, তখনই কেন্দ্র ও রাজ্যের মধ্যে নানা মতবিরোধ লক্ষ্য করা যায় বলে মনে করেন শোভন (Sovan Chatterjee)।

'রাজ্যপালকে নিরপেক্ষ থাকতে হবে': তবে তাঁর মতে, "রাজ্যপাল পদটা ফুটবল খেলার ময়দানের সেন্টার পয়েন্টের মতো । আত্মতুষ্টির জায়গা নেই । যে ভালো খেলবে সে-ই জিতবে ।" শোভন চট্টোপাধ্যায় আরও বলেন, সংবিধানে রাজ্যপাল পদের একটা ভূমিকার কথা উল্লেখ করা হয়েছে । তাই রাজ্যপালকে যথাসম্ভব নিরপেক্ষতা বজায় রাখা উচিত । রাজ্যপালের যখন তখন মন্তব্য করে বসা ঠিক নয় বলেই মত শোভনের ।

নিশীথের গাড়িতে হামলা: উল্লেখ্য, গত শনিবার সকালে দিনহাটার বুড়িরহাট এলাকায় ক্ষতিগ্রস্ত বিজেপি কর্মীদের এলাকা পরিদর্শনে গিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক । সেই সময় বিজেপি ও তৃণমূল সমর্থকদের মধ্যে বচসার সৃষ্টি হয় । তৃণমূল সমর্থকরা মন্ত্রীকে কালো পতাকা দেখালে বিজেপি সমর্থকদের সঙ্গে তাঁদের হাতাহাতি শুরু হয় বলে অভিযোগ । বিজেপি সাংসদের গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়া হলে তাঁর গাড়ির কাঁচ ভেঙে যায় । পুলিশ ওই দিনই এই ঘটনায় 18 জনকে গ্রেফতার করে ।

আরও পড়ুন:স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র, নিশীথের সমর্থনে ভিডিয়ো বার্তা কেএলও’র

কড়া প্রতিক্রিয়া দেয় রাজভবন: কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের উপর হামলার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়ে বিবৃতি জারি করেছিল রাজভবন । ঘটনায় কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চেয়ে রিপোর্ট তলব করেন রাজ্যপাল । পাশাপাশি 355 ধারা প্রয়োগের বিষয়ও উল্লেখ করা হয়েছে । রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে দিয়ে আক্রমণের ঘটনায় রাজ্য প্রশাসনকে কড়া হাতে এই ঘটনার ব্যবস্থা নেওয়ার কথা বলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ গণতন্ত্রে আন্দোলন করার অধিকার আছে মানেই হিংসা ছড়ানো যায় না বলেও উল্লেখ করেন তিনি ।

নারদ মামলার নিষ্পত্তি চান শোভন: অপরদিকে, নারদ মামলা নিয়েও এ দিন সরব হয়েছেন শোভন চট্টোপাধ্যায় ৷ তাঁর মতে, এ বার এই মামলার নিষ্পত্তি হওয়া উচিত । অকারণ সময় নষ্ট করা হচ্ছে বলে অভিযোগ করেন কলকাতা পৌরনিগমের প্রাক্তন মেয়র ।

রুটিন হাজিরা দেন ফিরহাদও: বর্তমান মেয়র ফিরহাদ হাকিম ও কামারহাটির বিধায়ক মদন মিত্রও এ দিন নারদ মামলায় রুটিন হাজিরা দিতে নগর দায়রা আদালতে হাজির হয়েছিলেন । শোভন যথা সময়েই আদালতে গেলেও ফিরহাদ ও মদন দেরি করায় বিচারক তাঁদের ভর্ৎসনা করেন ৷ যদিও মদন মিত্র জানান, রাস্তায় যানজট থাকার কারণেই তাঁর দেরি হয়েছে ৷

Last Updated : Feb 28, 2023, 5:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details