কলকাতা, 28 ফেব্রুয়ারি: কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik Incident) উপর হামলার ঘটনায় এ বার মুখ খুললেন কলকাতা পৌরনিগমের প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় (Sovan Reacts on Governor Comment)। মঙ্গলবার নগর দায়রা আদালতে নারদ মামলায় রুটিন হাজিরা দিতে গিয়েছিলেন শোভন । সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, রাজ্যপাল (Governor should maintain neutral) পদে তিনি বহু রাজনৈতিক দলের প্রতিনিধিদের দেখেছেন । রাজভবন নামক বাড়িতে যখন ভিন রাজনৈতিক দলের প্রতিনিধি আসেন, তখনই কেন্দ্র ও রাজ্যের মধ্যে নানা মতবিরোধ লক্ষ্য করা যায় বলে মনে করেন শোভন (Sovan Chatterjee)।
'রাজ্যপালকে নিরপেক্ষ থাকতে হবে': তবে তাঁর মতে, "রাজ্যপাল পদটা ফুটবল খেলার ময়দানের সেন্টার পয়েন্টের মতো । আত্মতুষ্টির জায়গা নেই । যে ভালো খেলবে সে-ই জিতবে ।" শোভন চট্টোপাধ্যায় আরও বলেন, সংবিধানে রাজ্যপাল পদের একটা ভূমিকার কথা উল্লেখ করা হয়েছে । তাই রাজ্যপালকে যথাসম্ভব নিরপেক্ষতা বজায় রাখা উচিত । রাজ্যপালের যখন তখন মন্তব্য করে বসা ঠিক নয় বলেই মত শোভনের ।
নিশীথের গাড়িতে হামলা: উল্লেখ্য, গত শনিবার সকালে দিনহাটার বুড়িরহাট এলাকায় ক্ষতিগ্রস্ত বিজেপি কর্মীদের এলাকা পরিদর্শনে গিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক । সেই সময় বিজেপি ও তৃণমূল সমর্থকদের মধ্যে বচসার সৃষ্টি হয় । তৃণমূল সমর্থকরা মন্ত্রীকে কালো পতাকা দেখালে বিজেপি সমর্থকদের সঙ্গে তাঁদের হাতাহাতি শুরু হয় বলে অভিযোগ । বিজেপি সাংসদের গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়া হলে তাঁর গাড়ির কাঁচ ভেঙে যায় । পুলিশ ওই দিনই এই ঘটনায় 18 জনকে গ্রেফতার করে ।