পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাংলায় কোটি টাকার রেশন লুট হয় : দিলীপ

সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গে এক দেশ এক রেশন কার্ড লাগু করার নির্দেশ দিয়েছে ৷ সর্বোচ্চ আদালতের রায়কে স্বাগত জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ এই বিষয়ে তিনি বলেন, পশ্চিমবঙ্গে বহু ভুয়ো রেশন কার্ড রয়েছে । তাই এখানে এক দেশ এক রেশন কার্ড চালু করতে আদালতের হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করেন তিনি ।

এক দেশ এক রেশন কার্ড নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে সাধুবাদ দিলীপের
এক দেশ এক রেশন কার্ড নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে সাধুবাদ দিলীপের

By

Published : Jun 12, 2021, 11:07 PM IST

কলকাতা, 12 জুন : পশ্চিমবঙ্গে বহু ভুয়ো রেশন কার্ড রয়েছে । এছাড়াও বঙ্গে কোটি কোটি টাকার রেশন লুট হয় এবং অনেক বাংলাদেশি ভারতে এসে রেশনের সুবিধা নিচ্ছে ৷ এই অবস্থায় রাজ্য়ে এক দেশ এক রেশন কার্ডের সুপ্রিম কোর্টের রায়ের পক্ষে সওয়াল করলেন বিজেপির রাজ্য় সভাপতি দিলীপ ঘোষ ৷

সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গে এক দেশ এক রেশন কার্ড লাগু করার নির্দেশ দিয়েছে ৷ সর্বোচ্চ আদালতের রায়কে স্বাগত জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ এই বিষয়ে তিনি বলেন, অনেকক্ষেত্রেই রাজ্য তৃণমূল সরকার আদালত ও কেন্দ্রের সিদ্ধান্ত মানেনি । পশ্চিমবঙ্গে বহু ভুয়ো রেশন কার্ড রয়েছে । তাই এখানে এক দেশ এক রেশন কার্ড চালু করতে আদালতের হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করেন তিনি ।

এক দেশ এক রেশন কার্ড নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে সাধুবাদ দিলীপের

পশ্চিমবঙ্গের চিকিৎসকদের উপর আক্রমণ একটি ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে বলে মনে করেন দিলীপ ঘোষ ৷ আজ কলকাতায় সাংবাদিক বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি বলেন, সারাবছর এখানে চিকিৎসকের ওপর হামলা হয় এবং পুলিশ প্রশাসন এ বিষয়ে সম্পূর্ণ উদাসীন । এটি ভীষন উদ্বেগের বিষয় ৷

আরও পড়ুন : বাংলায় অবিলম্বে 'এক দেশ, এক রেশন কার্ড' চালুর নির্দেশ সুপ্রিম কোর্টের
একই দিনে মুকুল রায়ের বিজেপি ত্যাগ নিয়ে দিলীপ ঘোষ বলেন, আয়া রাম গয়ারাম নিয়ে চিন্তিত নয় বিজেপি । বলেন, বিজেপির আদর্শ ও নীতি নিয়ে যাদের অসুবিধা হচ্ছে তারা চলে যেতে পারেন । সেই নিয়ে বিজেপি চিন্তিত নন ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details