পশ্চিমবঙ্গ

west bengal

Mamata Banerjee: আসন্ন পঞ্চায়েত নির্বাচন, ভাষা দিবসে উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়

By

Published : Feb 14, 2023, 8:46 AM IST

2023 সালে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হওয়ার কথা ৷ উত্তরবঙ্গে বিজেপির দাপট ঠেকাতে এবার জোর প্রস্তুতি নিচ্ছে তৃণমূল কংগ্রেস ৷ ভাষা দিবসে সেখানেই থাকছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee to visit North Bengal) ৷

Mamata Banerjee
মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, 14 ফেব্রুয়ারি: এবছর ভাষা দিবসে উত্তরবঙ্গে থাকবেন মুখ্যমন্ত্রী ৷ ফি বছর ভাষা দিবসে দক্ষিণবঙ্গে কাটান মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সামনে পঞ্চায়েত নির্বাচন ৷ এই কথা মাথায় রেখে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রায় রোজ সফরে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো ৷ এটা নির্বাচনী প্রচার নয় ৷ ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে সাধারণ মানুষের হাতে সরকারি পরিষেবা তুলে দিতেই তাঁর জেলা সফর ৷ জানা গিয়েছে, আগামী 21 ফেব্রুয়ারি আবার উত্তরবঙ্গে যাবেন তিনি ৷ আগামী সপ্তাহের মঙ্গলবার বিকেলে উত্তরের দুই জেলায় পরিষেবা প্রদানের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী ৷

পাশাপাশি ভাষা দিবস উপলক্ষ্যে উত্তরবঙ্গে একটি অনুষ্ঠানেও যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর ৷ উত্তরবঙ্গে এ বছরই তাঁর প্রথম ভাষা দিবস উদযাপন ৷ প্রসঙ্গত এই দিনটি আন্তর্জাতিক ভাষা দিবস (International Mother Language Day) ৷

পরদিন 22 ফেব্রুয়ারি কলকাতায় ফিরে আসবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ 23 ফেব্রুয়ারি থেকে রাজ্যে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ৷ শেষ 4 মার্চ ৷ পড়ুয়াদের প্রথম বড় পরীক্ষার এই সময়টা নবান্ন থেকে তদারকি করতে চান মুখ্যমন্ত্রী ৷ সেই জন্যে 22 ফেব্রুয়ারি কলকাতায় ফিরবেন ৷ নবান্ন সূত্রে জানা গিয়েছে, এবছর একুশের ভাষা দিবসের অনুষ্ঠান হবে সকাল 12 টায় ৷ প্রতি বছরের মতো এ বছর রাজ্য সরকারের পক্ষ থেকে দেশপ্রিয় পার্কে ভাষা দিবসের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে ৷ সেখানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সাধারণত এই অনুষ্ঠানটি বিকেলের দিকে হয় ৷ তবে এবার দুপুরে হবে ৷

আরও পড়ুন: উত্তরবঙ্গ ভাগ হলে খাবার আসবে কোথা থেকে, প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী

রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের মত, 2023 সালের পঞ্চায়েত এবং আগামী বছর লোকসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গে পায়ের তলার মাটি আরও শক্ত করতে চাইছেন তৃণমূল সুপ্রিমো ৷ তাই উত্তরবঙ্গের সাংগঠনিক কাজকর্মে জোর দেওয়া হচ্ছে । বারবারই উত্তরে যাচ্ছেন দলীয় শীর্ষ নেতারা ৷ এর সঙ্গে এবার সরকারি পরিষেবা প্রদানেও বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে উত্তরবঙ্গকে ৷ ভুলে গেলে চলবে না, গতবারের লোকসভা নির্বাচন এবং তারপর একুশের বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গের মানুষ দু'হাত খুলে সমর্থন জানিয়েছে বিজেপিকে ৷ তাই উত্তরবঙ্গে গেরুয়া শিবিরকে পরাস্ত করতে উঠেপড়ে লেগেছে ঘাসফুল ৷ এই অবস্থায় ভাষা দিবসের মতো গুরুত্বপূর্ণ দিনে মমতার উত্তরবঙ্গ সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে ৷

ABOUT THE AUTHOR

...view details