কলকাতা, 9 জুন: আদালত ও হেস্টিংস থানায় চিঠে লিখে ইডির বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন তৃণমূলের প্রাক্তন যুবনেতা কুন্তল ঘোষ ৷ প্রেসিডেন্সি সংশোধনাগারে বসে এই চিঠি লিখেছিলেন শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত ৷ এপ্রিল মাসের প্রথম দিকে লেখা সেই চিঠি নিয়ে এবার প্রেসিডেন্সি সংশোধনাগারের সুপার দেবাশিস চক্রবর্তীকে তলব করল সিবিআই ৷ শুক্রবার নির্ধারিত সময়ে তিনি নিজাম প্যালেসে পৌঁছে যান ৷ সেখানে তাঁকে জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷
সংশোধনাগার থেকে লেখা ওই চিঠিতে কুন্তল ঘোষ অভিযোগ করেছিলেন, ইডি তাঁকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নেওয়ার জন্য চাপ দিচ্ছে ৷ পরে 26 মে সিবিআই জেরায় কুন্তল দাবি করেন, নিজের ইচ্ছাতেই তিনি ওই চিঠি লিখেছেন ৷
সূত্রে পাওয়া খবর, সিবিআই আধিকারিকরা সুপার দেবাশিস চক্রবর্তীর কাছ থেকে জানতে চান, তিনি এই ব্যাপারে কী জানেন ? এছাড়া আদালতের নির্দেশে কুন্তল ঘোষ প্রেসিডেন্সি সংশোধনাগারে বন্দি রয়েছেন ৷ এই অবস্থায় কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা একাধিকবার তাঁকে জেরা করেছেন ৷ সেই জেরায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা কুন্তল ঘোষকে একজন শীর্ষ স্থানীয় তৃণমূলর নেতার নাম বলানোর জন্য চাপ দিলেন কী করে ? আর সেই কথা প্রেসিডেন্সির সুপার দেবাশিস চক্রবর্তী জানতে পারলেন না কেন ?