পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Soumendu Adhikari: 17 জানুয়ারি পর্যন্ত সৌমেন্দুর রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি হাইকোর্টের

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ভাই সৌমেন্দু অধিকারীর রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) । আগামী 17 জানুয়ারি পর্যন্ত এই মেয়াদ বৃদ্ধি করা হল ৷

Soumendu Adhikari
সৌমেন্দু অধিকারী

By

Published : Jan 3, 2023, 7:49 PM IST

কলকাতা, 3 জানুয়ারি: সৌমেন্দু অধিকারীর (Soumendu Adhikari) রক্ষাকবচের মেয়াদ আগামী 17 জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) । আগের পাঁচটি মামলার সঙ্গে কাঁথি শ্মশানের টেন্ডার দুর্নীতির মামলায় সৌমেন্দুর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ । মঙ্গলবার এই নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা । আগামী 5 জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি । আজ শুনানিতে রাজ্যের তরফে জানানো অ্যাডভোকেট জেনারেল এই মামলায় রাজ্যের হয়ে বক্তব্য জানাবেন ।

এদিকে সৌমেন্দু অধিকারীর আইনজীবীর অভিযোগ, 29 নভেম্বর নির্দেশ ছিল এই আদালতের । অথচ 28 নভেম্বর নতুন মামলা হয়েছে সৌমেন্দুর বিরুদ্ধে । সেটা রাজ্য গোপন করেছে আদালতে ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, গত 2 ডিসেম্বর তাঁর বিরুদ্ধে নতুন দায়ের হাওয়া মামলায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ভাই সৌমেন্দু আধিকারীকে রক্ষাকবচ দেয় হাইকোর্ট । বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দেন, মামলাকারীকে কোনও ভাবেই হেনস্থা করা যাবে না ।

অ্যাডভোকেট জেনারেল এই মামলায় সওয়াল করবেন জানিয়ে অন্য সরকারি আইনজীবী শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন করেন । আদালতের লিখিত ভাবে রক্ষাকবচের নির্দেশ না দেওয়ার আবেদন করেন । প্রথমে বিচারপতি তাঁকে সতর্ক করে বলেন, রাজ্য সময় চেয়েছে বলে সময় দিচ্ছি । কিন্তু অতীতে এমন নজির আছে যে কোর্টে আশ্বাস দিয়ে গিয়েও পুলিশ অ্যারেস্ট করেছে । এমন কিছু হলে আগামী শুনানিতে আপনার সমস্যা হবে । যদিও সৌমেন্দুর আইনজীবীর জোরালো আবেদনে শেষে রক্ষাকবচ দেন বিচারপতি ।

উল্লেখ্য, সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে কাঁথি শ্মশানের জমি বেআইনি ভাবে অধিগ্রহণ করে দোকান বানিয়ে বিক্রির অভিযোগে একটি মামলা চলছে হাইকোর্টে । পাশাপাশি কাঁথি কলেজের ভবন বানানোর নামে টেন্ডারে আর্থিক দুর্নীতি করা হয়েছে অভিযোগে একটি মামলা চলছে হাইকোর্টে । এছাড়া কাঁথি পৌরসভার (Contai Municipality) রাস্তায় বাতি লাগানোর টেন্ডারেও দুর্নীতির অভিযোগ রয়েছে তাঁর নামে ।

আরও পড়ুন:সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে আপাতত কড়া পদক্ষেপ নয়, রাজ্য সরকারকে নির্দেশ আদালতের

ABOUT THE AUTHOR

...view details