কলকাতা, 6 জুলাই:ফের চাকরির আশায় হাইকোর্টের দ্বারস্থ ববিতা সরকার। তাঁর আর্জির প্রেক্ষিতে একাদশ এবং দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষার ওএমআর সিট প্রকাশের ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট। মামলার শুনানিতে ববিতার অভিযোগ ছিল, নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে একাধিক উত্তরপত্র বিকৃত অবস্থায় মিলেছে ৷ এর মধ্যে অনেকেই ওয়েটিং লিস্টে ছিলেন ৷ আর সেই তথ্য সামনে এনেই মামলা দায়ের করেন ববিতা ৷
এর আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের নির্দেশে চাকরি মিললেও ফের হাইকোর্টের নির্দেশেই চাকরি চলে যায় ববিতা সরকারের ৷ মেধা তালিকায় তাঁর উপরে থাকা প্রার্থীকে ববিতার চাকরি ফেরৎ দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট ৷ চাকরি ফেরৎ পাওয়ার আশায় ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ববিতা সরকার। একাদশ-দ্বাদশ শ্রেণির বিস্তারিত মেধাতালিকা প্রকাশ করার দাবিতে মামলা করেন তিনি। বৃহস্পতিবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই মামলার শুনানিতে স্কুল সার্ভিস কমিশনের বক্তব্য জানতে চেয়েছেন। শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি।