কলকাতা, 20 মে: নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের লেখা চিঠির মামলাতে শনিবার দীর্ঘ প্রায় সাড়ে 9 ঘণ্টা সিবিআই-এর জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এদিন জিজ্ঞাসাবাদ শেষে নিজাম প্যালেসে সিবিআই দফতর থেকে বেরিয়ে সেই কুন্তল ঘোষের নাম করেই পালটা প্রশ্ন করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ তুলে আনলেন গত 29 মার্চ শহিদ মিনার ময়দানে তাঁর বক্তব্যের প্রসঙ্গও ৷
এদিন কুন্তল ঘোষকে নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিষেক বলেন, "29 মার্চ শহিদ মিনারের সভা থেকে আমি তো কুন্তল ঘোষের নাম নিইনি ৷ তাহলে সংবাদমাধ্যমের প্রতিনিধিরা কেন কুন্তলকে গিয়ে প্রশ্ন করল ৷ অনেকেই তো গ্রেফতার হয়েছে, পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, শান্তনু বন্দ্যোপাধ্যায়, এসপি সিনহা, সুবীরেশ ভট্টাচার্য-সহ অনেকেই গ্রেফতার ৷ আমি তো কারও নাম নিইনি ৷ আমি তো বলেছি মদন মিত্র, কুণাল ঘোষকে চাপ দেওয়া হয়েছে আমার নাম নেওয়ার জন্য ৷ তাহলে কুন্তল ঘোষকে কেন আমার নিয়ে প্রশ্ন করা হল ?"
উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায় 29 মার্চ শহিদ মিনারে ওই কথা বলার দিন কয়েকের মধ্যেই কুন্তল ঘোষ আদালতে চিঠি লিখে জানান অভিষেকের নাম বলার জন্য তাঁর উপর চাপ দিচ্ছেন ইডি, সিবিআইয়ের তদন্তকারীরা ৷ বিরোধীরা তখন অভিযোগ করেছিল অভিষেকের ওই মন্তব্য থেকে ইঙ্গিত পেয়েই কুন্তল ঘোষ ওই চিঠি লেখেন তদন্তকারীদের বিরুদ্ধে অভিযোগ করে ৷ এরপর এই চিঠির বিষয়টি কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে ওঠে ৷ তিনিই নির্দেশ দেন এই চিঠি প্রসঙ্গে ইডি বা সিবিআই চাইলে অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারে ৷ যার প্রেক্ষিতে এপ্রিলেই একবার অভিষেককে তলব করে সিবিআই ৷