পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Smoking Restrictions in Kalimpong: কালিম্পং যাচ্ছেন ? এই নিয়ম ভাঙলেই গুনতে হবে মোটা জরিনামা

শৈলশহর দার্জিলিংয়ের পর এবার কালিম্পং ৷ কালিম্পংয়ে গেলে নিয়ম ভাঙলে গুনতে হবে মোটা টাকা জরিমানা । প্রকাশ্যে ধূমপানে কড়া জেলা প্রশাসন (Smoking Restrictions in Kalimpong) ৷

Smoking Restrictions
ধূমপানে কড়া জেলা প্রশাসন

By

Published : Mar 27, 2023, 10:35 PM IST

কালিম্পং, 27 মার্চ: প্রকাশ্যে ধূমপান নিয়ন্ত্রণে আরও কড়া ব্যবস্থা নিতে চলেছে কালিম্পং জেলা প্রশাসন । এর আগে শৈলরানি দার্জিলিংয়ের প্রকাশ্যে ধূমপানের উপর রাশ টানতে কড়া পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন এবং স্বাস্থ্য ও পরিবার উন্নয়ন বিভাগ । নিষেধাজ্ঞা না-মানলে করা হবে জরিমানা (Fine for smoking in streets of Kalimpong) । ইতিমধ্যে কালিম্পংয়ের বিভিন্ন জায়গায় সচেতনতায় নেমেছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ ।

কালিম্পংয়ে প্রকাশ্যে ধূমপানে নিষেধাজ্ঞা সংক্রান্ত নির্দেশিকা যদিও তিন বছর আগেই জারি করা হয়েছিল । কিন্তু মাঝে করোনা পরিস্থিতি চলে আসায় সেই নিয়ম শিথিল হয়ে যায় । এবার পরিস্থিতি স্বাভাবিক হতেই ফের ওই নিষেধাজ্ঞা কড়া হাতে লাগু কর‍তে তৎপর হয়েছে জেলা প্রশাসন । দার্জিলিংয়ের পাশাপাশি কালিম্পংয়েও পর্যটকদের ভিড় নেহাতই কম হয় না । আর স্থানীয়দের পাশাপাশি পর্যটকরা ওই নিয়ম না-মানলে এবার গুনতে হবে মোটা টাকা জরিমানা ।

কালিম্পংয়ের ব্যস্ততম এলাকা ডম্বরচক, থানাদাঁড়া, 10 মাইল, ইন্ডাস্ট্রিয়াল পার্কের কাছে ধূমপানে নিষেধাজ্ঞা জারি রয়েছে । না-মানলে আইন মোতাবেক করা হবে অন্তত 200 টাকা জরিমানা । ওই নিষেধাজ্ঞা লাগু করতে নতুন করে তৎপর হয়েছে জেলা প্রশাসন । জেলা প্রশাসনের তরফে এলাকায় লাগানো হয়েছে ব্যানার, ফেস্টুন । করা হয়েছে মাইকিং । এমনকী জেলায় বিভিন্ন স্কুল, কলেজের মতো শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে অন্তত 50 মিটারের মধ্যে থাকা দোকানগুলিকে তামাকজাত দ্রব্য বিক্রি করায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ।

ইতিমধ্যে সেইসব এলাকার ব্যবসায়ীদের সতর্ক করেছে জেলা প্রশাসন । ফলে এবার থেকে শৈলশহর দার্জিলিংয়ের পাশাপাশি কালিম্পংয়ে ঘুরতে গেলে মনে রাখতে হবে ওই নিয়ম । কালিম্পংয়ের জেলাশাসক আর বিমলা বলেন, "নিষেধাজ্ঞা জারি ছিল । তবে এবার আরও কড়া হাতে না নিয়ন্ত্রণ করা হবে । জেলায় প্রকাশ্যে ধূমপান করা যাবে না । সেই বিষয়ে ইতিমধ্যে সচেতনতা শিবির করা হয়েছে । সাধারণ মানুষও খুব ভালোভাবে সহযোগিতা করছে । পর্যটকদের বিশেষ করে ওই নিয়ম মানতে হবে ।"

আরও পড়ুন:ধূমপান মানসিক ক্ষমতা হ্রাস করে: গবেষণা

ABOUT THE AUTHOR

...view details