ঝাড়গ্রাম, 17 অক্টোবর: আধার কার্ড ছাড়া পরীক্ষায় বসতে পারবে না কোনও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী, এমনই নির্দেশিকা জারি করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হাইয়ার সেকেন্ডারি এডুকেশনের তরফে। এই নির্দেশিকা বিদ্যালয়ে পৌঁছনোর পর পরীক্ষায় না-বসতে পারার চিন্তা গ্রাস করেছিল দ্বাদশ শ্রেণির উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর। কারণ তার বাঁ-হাতের আঙুলের একটা অংশ না-থাকার কারণে আধার কার্ড তৈরি হয়নি। আর মাত্র কয়েকটা মাস বাকি। তারপরেই উচ্চমাধ্যমিক পরীক্ষা। এইটুকু সময়ের মধ্যে কীভাবে হবে আধার কার্ড? সেই চিন্তাতেই পড়েছিল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ঝুমা পালই ও তার পরিবার। কিন্তু তার সমাধান হল আজ অর্থাৎ, মঙ্গলবার ৷
গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের পেটবিন্ধী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সোনাকনিয়া গ্রামে ঝুমার বাড়ি। ঝুমা পেটবিন্ধী ডিকেএম স্কুলের ছাত্রী। জন্ম থেকেই বাঁ-হাতের আঙুলের একটা অংশ না-থাকায় বহুবার আধার কার্ড করার পরেও তার আধার কার্ড তৈরি হয়নি। যার ফলে আধার কার্ড না-থাকায় নানা প্রশাসনিক কাজের ক্ষেত্রে সমস্যায় পড়তে হত ঝুমাকে। আর উচ্চমাধ্যমিক শিক্ষা দফতরের নির্দেশিকায় তার মাথায় পাহাড় ভেঙে পড়েছিল। কিন্তু গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের প্যারালিগাল ভলান্টিয়ার রিতা দাস দত্তকে বিষয়টি জানায় ঝুমা।