ঝাড়গ্রাম, 27 মার্চ : বিজেপিকে ভোট দিয়ে ইভিএম ও ভিভিপ্যাটের ছবি তুলে ফেসবুকে পোস্ট করলেন এক যুবক । এই ঘটনায় প্রশ্নের মুখে নির্বাচন কমিশন । নয়াগ্রাম বিধানসভার নয়াবসন্ত জনকল্যাণ বিদ্যাপীঠের 102 নম্বর বুথের ঘটনা ।
শনিবার সকাল সকাল ভোটের লাইনে দাঁড়িয়ে কৌস্তভজ্যোতি পান্ডে নামের এক যুবক ভোট দেন । বুথে ঢোকার সময় মোবাইল ফোন নিষিদ্ধ থাকা সত্ত্বেও কৌশল করে মোবাইল নিয়ে বুথে ঢোকে ওই যুবক । বুথে ঢুকে নয়াগ্রাম বিধানসভার বিজেপি প্রার্থী বুকুল মুর্মুকে ভোট দেন । ভোট দেওয়ার সময় ইভিএম ও ভিভিপ্যাটের ছবি তুলে নেন ওই যুবক । তারপরেই সেই ছবি ফেসবুকে পোস্ট করেন ।
ফেসবুকে ছবির সঙ্গে লেখেন , "আমি চাই এমন একটি সরকার যার লক্ষ্য হবে নিয়মিত নিয়োগ ও কর্মসংস্থান । ভাতা ,অনুদান, মেলা, খেলা নয়... যেখানে থাকবে না কাটমানি, সিন্ডিকেট ও বিশেষ সম্পদায়কে তোষনের রাজনীতি । এরকম একটা সরকার গঠনের জন্য আমার ভোট । "