জলপাইগুড়ি, 21 সেপ্টেম্বর: এক শৃঙ্গ গণ্ডারের নতুন বিচরণ ভূমি হতে পারে মহানন্দা ও বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল ৷ ইতিমধ্যেই গণ্ডারের নিরাপত্তার জন্য পিলখানা (হাতি থাকার জায়গা) ও প্রোটেকশান টাওয়ার তৈরি করা হয়েছে ৷ গণ্ডারের খাবারের জন্য লাগানো হচ্ছে ঘাস ৷ আরও বেশ কয়েকটি জায়গা এক শৃঙ্গ গণ্ডার রাখার জন্য চিহ্নিত করা হয়েছে ৷
এতদিন পর্যন্ত জলপাইগুড়ির গরুমারা ও আলিপুরদুয়ারের জলদাপাড়া জাতীয় উদ্যানেই পাওয়া যেত এক শৃঙ্গ গন্ডার । জানা গিয়ছে, এবার কোচবিহার, আলিপুরদুয়ারের বক্সা ব্যাঘ্র প্রকল্পের নিমতি, জলদাপাড়া জাতীয় উদ্যানের নীলপাড়া, জলপাইগুড়ি গরুমারা জাতীয় উদ্যানের পার্শ্ববর্তী ধুপগুড়ির নাথুয়ার জঙ্গল, চাপড়ামারি অভয়ারণ্য ও গরুমারা জঙ্গলের মাঝের জঙ্গল এলাকায় এই এক শঙ্গ গণ্ডারের বাস ভূমি তৈরি করা হয়েছে । এছাড়া মহানন্দা অভয়ারণ্য গণ্ডারের বিচরণ ভূমির জন্য ভালো বলে মনে করছেন বিশেষজ্ঞরা । সেই কারণেই নিমতি, নীলপাড়া, নাথুয়া, মহানন্দাতে গণ্ডারের থাকার জন্য ঘাস লাগানোর কাজ শুরু হয়েছে । উল্লেখ্য, প্রায়শই দেখা যায় গরুমার জাতীয় উদ্যানের মেদলা এলাকা থেকে নাথুয়া এলাকাতে গণ্ডাররা চলে যায় ৷ তাই এবার পাকাপাকি ভাবে যাতে নাথুয়াতেই এক শৃঙ্গ গণ্ডারের থাকার জায়গা তৈরি করা হয়েছ ৷ সেইসঙ্গে চোরা শিকারীদের হাত থেকে রক্ষা করতে স্থায়ী পিলখানা করা হচ্ছে ৷ সেখানে কুনকি হাতি রাখা হবে । সেই হাতি দিয়েও পেট্রোলিং করবেন বন কর্মীরা ।