পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বার বার হামলা সাংবাদিকদের উপর ! পুলিশে অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে

জলপাইগুড়ি প্রেসক্লাবের সভাপতি পিনাকপ্রিয় ভট্টাচার্য বলেন, "গত সোমবার পঞ্চানন বর্মণের ছেলে অসিতের বিরুদ্ধে অভিযোগ ওঠে এক বৃদ্ধকে কালীপুজোর প্যান্ডেলে মারধর করার । স্থানীয় তৃণমূল নেতা কৃষ্ণ দাস এনিয়ে সালিশি সভা ডাকেন ৷ সেখানে সাংবাদিকরা গেলে তাঁদের উপর কৃষ্ণ দাস ও তাঁর দলবল হামলা চালায় বলে অভিযোগ । সাংবাদিকদের মোবাইল ফোন কেড়ে নিয়ে ছবি ডিলিট করার হুমকিও দেয় ৷"

jalpaiguri

By

Published : Nov 2, 2019, 10:58 PM IST

জলপাইগুড়ি, 2 নভেম্বর : বার বার সাংবাদিকদের উপর হামলা চালিয়েছেন ৷ কখনও মোবাইল ফোন কেড়ে নিয়েছেন ৷ কখনো খুনের হুমকি দিয়েছেন ৷ এই অভিযোগ তৃণমূল নেতা কৃষ্ণ দাসের বিরুদ্ধে ৷ আজ কৃষ্ণর বিরুদ্ধে কোতয়ালি থানায় অভিযোগ দায়ের করে জলপাইগুড়ি প্রেসক্লাব ৷ মুখ্যমন্ত্রীর কাছেও অভিযোগ জানাবেন সাংবাদিকরা ৷

জলপাইগুড়ি প্রেসক্লাবের সভাপতি পিনাকপ্রিয় ভট্টাচার্য বলেন, "গত সোমবার পঞ্চানন বর্মণের ছেলে অসিতের বিরুদ্ধে অভিযোগ ওঠে এক বৃদ্ধকে কালীপুজোর প্যান্ডেলে মারধর করার । স্থানীয় তৃণমূল নেতা কৃষ্ণ দাস এনিয়ে সালিশি সভা ডাকেন ৷ সেখানে সাংবাদিকরা গেলে তাঁদের উপর কৃষ্ণ দাস ও তাঁর দলবল হামলা চালায় বলে অভিযোগ । সাংবাদিকদের মোবাইল ফোন কেড়ে নিয়ে ছবি ডিলিট করার হুমকিও দেয় ৷"

সাংবাদিকদের উপর হামলার সময় ঘটনাস্থানে ছিলেন DSP হেডকোয়ার্টার প্রদীপ সরকার, IC কোতয়ালি বিশ্বাশ্রয় সরকার । পুলিশের উপস্থিতিতে কী ভাবে সংবাদমাধ্যমের উপর আক্রমণ হল? এই প্রশ্ন তুলেছে পিনাকপ্রিয়বাবু । তিনি বলেন , "এর আগেও পঞ্চায়েত নির্বাচনের সময় সাংবাদিকের ওপর হামলা চালিয়েছিলেন কৃষ্ণ দাস । পুলিশ তারপরেও কোনও কড়া পদক্ষেপ করেনি । "

স্থানীয়দের অভিযোগ, স্থানীয় একটি স্কুলের প্রাঙ্গণে সবাইকে কালীপুজোর প্রসাদ দেওয়া হচ্ছিল । সেই সময় অসিত এসে লোকজনকে মারধর করে । প্রসাদের পাত্র ফেলে দেয় ৷ চেয়ার ভাঙে । জখম অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে ভরতি করা হয় ৷ সেই ব্যক্তির পুত্রবধূ প্রতিমা রায় বর্মণ বলেন , "অসিত আমার স্বামী ভবেশ বর্মণকে আক্রমণ করে । আমার শ্বশুর থামাতে গেলে তাঁর মাথা ফেটে যায় । অসিত প্রায়ই এলাকায় অত্যাচার চালায় ।"

সোমবার ঘটনার পরে পুলিশ সুপারকে বিষয়টি জানানো হয় ৷ কৃষ্ণর অনুগামী মণীন্দ্রনাথ বর্মণ কদমতলা মোড়ে সাংবাদিকদের কুশপুতুল পোড়ায় ৷ ঘটনাস্থানে পুলিশ ছিল ৷ কিন্তু পুলিশ কোনও পদক্ষেপ করেনি ৷

কৃষ্ণ সোশাল মিডিয়ায় দাবি করেন, তিনি সাংবাদিকদের কোনও হুমকি দেননি । তিনি শুধু খবর না করার অনুরোধ করেছিলেন ৷ কোতয়ালি থানার IC বিশ্বাশ্রয় সরকার বলেন , "জলপাইগুড়ি প্রেসক্লাবের অভিযোগের তদন্ত চলছে ।"

ABOUT THE AUTHOR

...view details