পশ্চিমবঙ্গ

west bengal

পর্যটকদের তথ্য দ্রুত পেতে অ্যাপ আনছে জলপাইগুড়ি পুলিশ

By

Published : Jul 15, 2021, 10:13 PM IST

ডুয়ার্সে বেড়াতে যাওয়া পর্যটকদের তথ্য দ্রুত পুলিশের কাছে পৌঁছে দিতে একটি বিশেষ অ্যাপ আনছে জলপাইগুড়ি প্রশাসন ৷ পর্যটকরা হোটেলে ওঠার সময় যে তথ্য দেবেন, সেটা তৎক্ষণাৎ হোটেল কর্তৃপক্ষ ওই অ্যাপে তুলে দেবে ৷ আগে হোটেলের রেজিস্টার নিয়ে থানায় যেতে হত কর্তৃপক্ষকে ৷ এবার সেই ঝক্কি কমে গেল ৷

Jalpaiguri police is bringing app to get information of tourists quickly
দ্রুত পর্যটকদের তথ্য পেতে অ্যাপ আনছে জলপাইগুড়ি পুলিশ

জলপাইগুড়ি, 15 জুলাই : জলপাইগুড়িতে ঘুরতে যাওয়া পর্যটকদের সম্পর্কে তথ্য জানতে এবার টেকনোলজির সাহায্য নিতে চলেছে পুলিশ প্রশাসন ৷ তার জন্য একটি বিশেষ অ্যাপ আনছে জলপাইগুড়ি পুলিশ ৷ জলপাইগুড়ির রিসর্ট ও হোটেলে ওঠা পর্যটকদের দেওয়া তথ্য এবার সরাসরি ওই অ্যাপে তুলে দিতে পারবেন হোটেল ও রিসর্ট কর্তৃপক্ষ ৷ আলাদা করে রেজিস্টার নিয়ে কর্তৃপক্ষকে আর থানায় ছুটতে হবে না । সেই অ্য়াপ থেকেই পুলিশ পর্যটকদের যাবতীয় তথ্য পেয়ে যাবে । প্রসঙ্গত, প্রত্যেক হোটেল ও রিসর্টে ওঠা পর্যটকদের তথ্য স্থানীয় থানায় জমা দিতে হয় হোটেল কর্তৃপক্ষকে ৷ সন্দেহভাজন পর্যটকদের গতিবিধির উপর নজরে রাখতে এই তথ্য নেওয়া হয় । কিন্তু, নতুন এই অ্যাপ কার্যকর করতে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে ইন্টারনেট পরিষেবা ৷

প্রতিবছর ডুয়ার্সে অসংখ্য পর্যটক বেড়াতে যান । ডুয়ার্সের রিসর্ট ও হোটেলেগুলিতে ভিনরাজ্য থেকে প্রচুর পর্যটক এসে ওঠেন । হোটেল কর্তৃপক্ষকে পর্যটকদের যাবতীয় তথ্য তাদের রেজিস্টারে তুলে রাখতে হয় । এর পর থানায় গিয়ে সেই তথ্য দিয়ে আসতে হয় হোটেল কর্তৃপক্ষকে । এতে পরিশ্রম যেমন হয়, তেমনি সময়েরও অপচয় হয় ৷ তাই সময় বাঁচাতে এবং পরিশ্রম কমাতে একটি অ্যাপ নিয়ে আসছে জলপাইগুড়ি পুলিশ ৷ যেখানে সরাসরি পর্যটকদের তথ্য ওই অ্য়াপের মাধ্যমে পুলিশের কাছে পাঠিয়ে দিতে পারবে হোটেল কর্তৃপক্ষ ৷ সেখানে পর্যটকদের পরিচয় থেকে শুরু করে ঠিকানা সব তথ্য জানানোর ব্যবস্থা থাকছে ৷ পুলিশ প্রশাসন অ্যাপ থেকেই প্রয়োজন মতো পর্যটকদের সম্পর্কে জানতে পারবে ৷ সেই মতো কোনও সন্দেহভাজন ব্যক্তির উপর নজরও রাখতে পারবে পুলিশ ৷ এর ফলে কম সময়ের মধ্যে পুলিশ তার কাজ করতে পারবে ৷

অতীতে দেখা গিয়েছে, বিভিন্ন সময় নাশকতা বা কোনও ক্রাইম করে বা করার উদ্দেশ্যে পর্যটক সেজে থাকে দুষ্কৃতীরা ৷ সেই রকম সন্দেহভাজন কোনও ব্যক্তির তথ্য পুলিশের কাছে আসার আগেই, নয় অপরাধ হয়ে যায় ৷ আর তা না হলে অপরাধ করে লুকিয়ে থাকা অপরাধী সেখান থেকে পালিয়ে যায় ৷ তাই এবার থেকে সকল পর্যটকের তথ্য আগে থেকে হাতে রাখতে চাইছে জেলা পুলিশ প্রশাসন । জলপাইগুড়ি জেলায় বিশেষ করে গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন ময়নাগুড়ি, মালবাজারের লাটাগুড়ি, মেটেলি থানার মূর্তি, ধুপঝোরা সহ জলপাইগুড়ি শহরের হোটেলগুলিতে পর্যটকরা গিয়ে ওঠে ৷ প্রসঙ্গত, বর্তমান পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন জায়গায় পর্যটক সেজে থেকে নাশকতার ছক কষছে বিভিন্ন গোষ্ঠী । তাই সেই নিয়ে বাড়তি সতর্কতা হিসেবে পুলিশ জলপাইগুড়ির হোটেলে ওঠা পর্যটকদের তথ্য আগে থেকে নিজেদের কাছে রাখতে চাইছে ৷ সেই মতো সকল পর্যটকদের তথ্য যাচাই করে দেখবে পুলিশ প্রশাসন ৷

পর্যটকদের তথ্য দ্রুত পেতে অ্যাপ আনছে জলপাইগুড়ি পুলিশ

আরও পড়ুন : নেই ভক্তদের ভিড়, পরিস্থিতি স্বাভাবিকের আশায় জল্পেশের পুরোহিতরা

জলপাইগুড়ির পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন, ‘‘আমরা একটি সফটওয়্যার ট্রায়াল করছি । তাতে আমরা জলপাইগুড়ি জেলার কোতয়ালি, মালবাজার, মেটেলি ও ময়নাগুড়ি থানা এলাকায় এই কাজটা করব । এই সমস্ত এলাকায় যে সব হোটেল ও রিসর্ট আছে সেখানে আসা পর্যটকদের তথ্য আমরা আমাদের অ্যাপে নিয়ে নেব । কারণ সারাদিন পর্যটক আসার পর, রাতে হোটেল মালিকরা থানায় এসে রেজিস্টার নিয়ে এসে দেখিয়ে যেতেন । এবার থেকে পর্যটক এলেই আমরা তাঁদের সব তথ্য পেয়ে যাব । আমরা ট্রায়াল করছি । ডুয়ার্সের বিভিন্ন জায়গায় নেটওয়ার্কের একটা সমস্যা রয়েছে । বিশেষ করে ডুয়ার্সের জঙ্গল লাগোয়া এলাকায় নেটওয়ার্কের একটা সমস্যা আছে । সব ঠিক ঠাক থাকলে এক মাসের মধ্যেই এই অ্যাপ নামাতে পারব ৷’’

ABOUT THE AUTHOR

...view details