পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পুলিশের চোখ ফাঁকি দিয়েই বিভিন্ন রেশন দোকানে সাংসদ জয়ন্ত রায়

আজ জলপাইগুড়ির সাংসদ ডাঃ জয়ন্ত রায়, BJP জেলা সভাপতি বাপি গোস্বামীকে নিয়ে জলপাইগুড়ি সেবাগ্রাম এলাকায় বিভিন্ন রেশনের দোকান পরিদর্শন করেন । এলাকাবাসীর সঙ্গে কথা বলেন । সমস্যার কথা শোনেন সাংসদ ।

MP Jayant Roy searched various ration shops
রেশন দোকানে সাংসদ জয়ন্ত রায়

By

Published : May 5, 2020, 8:35 PM IST

জলপাইগুড়ি, 5 মে : জেলা জুড়ে রেশনের দুর্নীতি চলছে । রাজ্যে BJP কর্মীদের সমাজে কাজ করতে দেওয়া হচ্ছেনা । পুলিশের চোখকে ফাঁকি দিয়েই জলপাইগুড়ি সেবাগ্রাম এলাকায় বিভিন্ন রেশন দোকানে খোঁজ নিলেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় ।

সাংসদ ডাঃ জয়ন্ত কুমার রায় জানান, জেলাতে রেশনে ব্যাপক দুর্নীতি হচ্ছে । কেন্দ্র সরকারের দেওয়া খাদ্য সামগ্রী সাধারণ মানুষ পাচ্ছেন না । এমনকী BJP কর্মীদের ত্রাণ দিতে দিচ্ছে না সরকার । পুলিশকে দিয়ে BJP কর্মীদের বাড়িতে আটকে রাখা হচ্ছে পাশাপাশি গ্রেপ্তার করা হচ্ছে । আজ জলপাইগুড়ির সাংসদ ডাঃ জয়ন্ত রায়, BJP জেলা সভাপতি বাপি গোস্বামীকে নিয়ে জলপাইগুড়ি সেবাগ্রাম এলাকায় বিভিন্ন রেশনের দোকান পরিদর্শন করেন । এলাকাবাসীর সঙ্গে কথা বলেন । সমস্যার কথা শোনেন সাংসদ ।

এরপরই সাংসদ ডাঃ জয়ন্ত কুমার রায় রাজ্যের শাসক দলের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ‘‘গোটা রাজ্যের সঙ্গে জলপাইগুড়ি জেলাতেও রেশনে ব্যাপক দুর্নীতি হচ্ছে । BJP কর্মীরা যাতে রেশনের দুর্নীতি ধরতে না পারেন সেকারণেই পুলিশকে দিয়ে BJP কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে । তাঁদের বাড়ি থেকে বের হতে দিচ্ছেন না ।’’

অন্যদিকে জলপাইগুড়ি যুব তৃণমূলের জেলা সভাপতি সৈকত চ্যাটার্জি বলেন, ‘‘BJP-র সাংসদ ডাঃ জয়ন্ত রায়ের অভিযোগ ভিত্তিহীন । রাজ্য সরকার আইন অনুযায়ী যা কাজ করার সেটাই করছে ।’’

ABOUT THE AUTHOR

...view details