পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সন্তানসম্ভবা মহিলাকে সপরিবারে বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করলেন লক্ষ্মীরতন শুক্লা

স্বামীকে খুঁজতে এসে লকডাউনের জটে আটকে যান বাগনানের বাসিন্দা বছর তেইশের পিঙ্কি অধিকারী । দুই সন্তান নিয়ে তাঁর ঠাঁই হয়েছিল রেল মিউজ়িয়ামের সামনের ফুটপাতে ।

Pinki Adhikari
পিঙ্কি অধিকারী

By

Published : May 11, 2020, 8:26 PM IST

হাওড়া, 11 মে : সন্তানসম্ভবা পিঙ্কি অধিকারীকে বাড়ি পৌঁছে দেওয়ার সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন রাজ্যের মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা । হাওড়া হাসপাতালে পিঙ্কিদেবীকে ভরতি রেখে তাঁর সমস্ত রকম চিকিৎসা করানোর ব্যবস্থা করেন মন্ত্রী । তাঁর আরও দুই সন্তান এবং স্বামীকেও দু'বেলা খাওয়া ও থাকার ব্যবস্থা করে দেন মন্ত্রী নিজেই । পরে পরিবারসহ তাঁকে বাড়ি ফেরানোর ব্যবস্থা করা হয় ।

স্বামীকে খুঁজতে এসে লকডাউনে আটকে পড়েছিলেন ওই মহিলা । দুই সন্তানকে নিয়ে হাওড়ার ফুটপাতেই রাত কাটাচ্ছিলেন সন্তানসম্ভবা পিঙ্কিদেবী । ETV ভারতে খবরটি প্রকাশিত হওয়ার পরেই গোলাবাড়ি থানার IC বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়কে মন্ত্রীর নির্দেশ দেন ওই মহিলাকে যেন দ্রুত হাওড়া হাসপাতালে ভরতি করানো হয় । সেই মতো আজ বিকেলে পিঙ্কিদেবীকে ভরতি করানো হয় হাওড়া হাসপাতালে ।

বাগনানের মহিলাকে বাড়ি ফিরতে সাহায্য করলেন মন্ত্রী লক্ষ্মীরতন শুক্ল

স্বামীকে খুঁজতে এসে লকডাউনের জটে আটকে যান বাগনানের বাসিন্দা বছর তেইশের পিঙ্কি অধিকারী । দুই সন্তান নিয়ে তাঁর ঠাঁই হয় রেল মিউজ়িয়ামের সামনের ফুটপাথে । প্রথমদিকে, বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে দু'বেলা খাবার জুটত । কিন্তু, বর্তমানে তা জোগাড় করতেও হিমশিম খেতে হচ্ছে পিঙ্কিকে । শুধু দুই ছেলের জন্য নয়, নিজেরও এই সময় প্রয়োজন পুষ্টিকর খাবারের । তবে, যেখানে দু'বেলা ডাল ভাত জোটানোটাই কষ্টকর, সেখানে পুষ্টিকর খাবার তাঁর কাছে আড়ম্বরের চেয়ে কম কিছু নয় । পাশাপাশি চিকিৎসাও দরকার । কিন্তু, অর্থের অভাবে সেটাও বন্ধ হয়ে গিয়েছে ।

তিনি একাধিকবার থানা-সহ বিভিন্ন জায়গায় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন । তবে, কোনও উপায় হয়নি । রোদ, ঝড়, জল, বৃষ্টি মাথায় নিয়ে সেখানেই দিন গুজরান করছিলেন তিনি । সেইসঙ্গে সন্তানসম্ভবা হওয়ার কারণে শারীরিক কষ্টও ছিল । দু'বেলা-দু'মুঠো খাবার ছিল না । শান্তির ঘুমও উড়েছিল । এই পরিস্থিতিতে রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা নিজের উদ্যোগে ওই মহিলাকে সপরিবারে বাড়ি পৌঁছানোর যাবতীয় ব্যবস্থা করে দেন ।

ABOUT THE AUTHOR

...view details