চন্দননগর, 21 মে: চন্দননগর মহকুমা হাসপাতাল চত্বরে বিশেষভাবে সক্ষম অসুস্থ এক বৃদ্ধের করুণ অবস্থা ৷ গত তিনদিন ধরে হাসপাতালের টিকিট ঘরের সামনে বিবস্ত্র অবস্থায় পড়ে রয়েছেন তপন কুমার নাগ ৷ তাঁর বয়স 78 বছর ৷ সকলেই সেখান দিয়ে নাকে রুমাল চাপা দিয়ে পাশ কাটিয়ে যাচ্ছেন ৷ চিকিৎসার ব্যবস্থা থেকে খাবার দেওয়া, কেউ তাঁকে সাহায্যের জন্য এগিয়ে আসেনি ৷ এমনকি সরকারি হাসপাতালের মধ্যে তিনি পড়ে থাকা সত্ত্বেও ন্যূনতম চিকিৎসা ব্যবস্থা করেনি কর্তৃপক্ষ ৷ অবশেষে আজ স্থানীয় এক বিজেপি নেতা তাঁকে ভরতি করানো ব্যবস্থা করিয়েছেন চন্দননগর পুলিশ এবং মহকুমাশাসকের সাহায্যে ৷
জানা গিয়েছে, বৃদ্ধ তপন কুমার নাগ উত্তর 24 পরগনার ভাটপাড়ার বাসিন্দা ৷ তিনি কতদিনের অভুক্ত তার হিসেব নেই ৷ শরীরের পাঁজরের হাড় বেরিয়ে গিয়েছে ৷ পরনে থাকা লুঙ্গি খুলে গিয়ে মাটিতে পড়ে আছে ৷ বার্ধক্যজনিত রোগে ভুগছেন তিনি ৷ পিপাসা পেলেও উঠে গিয়ে জল পান করার ক্ষমতা নেই ৷ তিনদিন ধরে বিনা চিকিৎসা ও খাবার না খাওয়ার ফলে পরে আরও দুর্বল হয়ে গিয়েছেন ৷ তাঁর এই অবস্থার খবর পেয়ে এগিয়ে আসেন স্থানীয় বিজেপি নেতা ৷ তিনি ভর্তির চেষ্টাও করেন । তবে হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েও প্রথমে গুরুত্ব দেওয়া হয়নি । পরে চন্দননগর পুলিশ ও মহকুমা শাসককে জানানোর পর তড়িঘড়ি হাসপাতালের কর্মীরা উদ্ধার করে ভর্তির ব্যবস্থা করে । বিজেপি নেতা গোপাল চৌবের অভিযোগ হাসপাতাল থাকলেও চিকিৎসা পরিষেবা পাচ্ছে না মানুষ । হাসপাতাল কর্তৃপক্ষকে বললে দুর্ব্যবহার করা হচ্ছে ।
এই বিষয়ে হাসপাতাল অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ড মাস্টার অসীম সেন বলেন প্রথমে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি পরে রয়েছে তারা জানতে পেরেছেন । জানা মাত্র বৃদ্ধের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে । তাঁর কাছ থেকে একটি ব্যাগ উদ্ধার হয়েছে ৷ সেখানে আধার কার্ড, ব্যাংকের পাশ বই ও সরকারি প্রতিবন্ধী শংসাপত্র পাওয়া গিয়েছে ৷ এমনকি তাঁর সঙ্গে থাকা অন্যান্য কাগজপত্র দেখে মনে হচ্ছে বিভিন্ন হাসপাতালে ঘুরে চিকিৎসা করিয়ে এসেছেন তিনি ৷