শিলিগুড়ি, 9 ডিসেম্বর : কোচবিহার, জলপাইগুড়ির পর এবার শিলিগুড়ি থেকে 'সবুজের হাতছানি' পর্যটন পরিষেবা চালুর উদ্যোগ নিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম (New Year Tourist Gift NBSTC)। নতুন বছরের শুরুতেই পর্যটকদের জন্য এই পরিষেবা চালুর সিদ্ধান্ত নিয়েছে এনবিএসটিসি। বৃহস্পতিবার শিলিগুড়ির মাল্লাগুড়িতে এনবিএসটিসির ডিপো পরিদর্শনের পর একথা জানান, এনবিএসটিসি-র চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। শিলিগুড়ি ডিপোর পাশাপাশি তেনজিং নোরগে বাস টার্মিনাসও পরিদর্শন করেন তিনি।
এনবিএসটিসি সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি ডিপো থেকে ভিন রাজ্য এবং জেলায় 100টি বাস চলাচল করে। কিন্তু ছোটখাটো যান্ত্রিক ত্রুটির জন্য প্রায় 18টি বাস দীর্ঘদিন ধরে বসে রয়েছে। এমনকি শিলিগুড়ি ডিপো থেকে চলাচলকারী প্রায় পাঁচটি রুটে এই সময় বাস পরিষেবা বন্ধ রয়েছে। এদিন পরিদর্শনের সময় দ্রুত বন্ধ থাকা রুটের বাস পরিষেবা চালুর পাশাপাশি যে কটি বাস বসে রয়েছে সেগুলি একমাসের মধ্যে চালু করার নির্দেশ দিয়েছেন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। পাশাপাশি শিলিগুড়িকে কেন্দ্র করে পাহাড়, তরাই এবং ডুয়ার্সে পর্যটকদের স্বার্থে বেশকিছু নতুন পরিষেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে নিগমের তরফে।