পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Sundarban Police District : নারী সুরক্ষায় বিশেষ জোর, সুন্দরবন পুলিশ জেলার উদ্যোগে উইনার্স টিম

মহিলাদের সুরক্ষায় কলকাতায় প্রথম তৈরি হয় উইনার্স টিম ৷ এখানে সাফল্য পাওয়ার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জেলায় জেলায় উইনার্স টিম গঠনে উদ্যোগী হয় জেলা পুলিশ ৷ সেই মতোই সুন্দরবন পুলিশে জেলার উদ্যোগে এখানে গঠিত হল উইনার্স টিম (Sundarban Police District all women squad) ৷

Sundarban Police District
সুন্দরবন উইনার্স টিম

By

Published : May 20, 2022, 1:30 PM IST

কাকদ্বীপ, 20 মে : নারী সুরক্ষার দিকে বিশেষ নজর দিতে সুন্দরবন পুলিশ জেলার উদ্যোগে গঠিত হল উইনার্স টিম (Sundarban Police District Creates Special Winners Team For Women Safety) ৷ এই টিমের লক্ষ্য হল, সুন্দরবন পুলিশ জেলার বিভিন্ন এলাকায় টহল দেওয়ার পাশাপাশি মহিলা সুরক্ষাকে নিশ্চিত করা । এই বিশেষ দলে রয়েছেন প্রশিক্ষণপ্রাপ্ত মহিলারা ।

সুন্দরবন পুলিশ জেলার উদ্যোগে বৃহস্পতিবার কাকদ্বীপ চৌরাস্তার মোড়ে 'উইনার্স টিম'-এর শুভ সূচনা করেন রাজ্য পুলিশের প্রেসিডেন্সি রেঞ্জের ডিআইজি তন্ময় রায়চৌধুরী । তিনি বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের নারী সুরক্ষার দিকে বিশেষ নজর দিয়েছে রাজ্য পুলিশ । কলকাতায় সাফল্য পাওয়ার পর তা জেলায় জেলায় চালু করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী ৷ সেই মতোই সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মহিলাদের সুরক্ষার সুনিশ্চিত করতে এই জেলায় প্রথম তৈরি হল 'উইনার্স টিম' ।"

সুন্দরবন পুলিশ জেলার উদ্যোগে নারীদের বিশেষ সুরক্ষায় গঠিত হল উইনার্স টিম

আরও পড়ুন :Winners Team Of Kolkata Police : ভালবাসার দিনে রোমিওদের ওপর কড়া নজর কলকাতা পুলিশের উইনার্স টিমের

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তথা কাকদ্বীপ বিধানসভার বিধায়ক মন্টুরাম পাখিরা, সুন্দরবন সাংগঠনিক জেলার সভাপতি তথা কুলপি বিধানসভার বিধায়ক যোগরঞ্জন হালদার, কাকদ্বীপের মহাকুমাশাসক অরণ্য বন্দ্যোপাধ্যায়, সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়, সুন্দরবন পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সন্তোষ কুমার মণ্ডল, কাকদ্বীপ মহকুমা পুলিশ আধিকারিক প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায়, মন্দিরবাজারের এসডিপিও সৌভিক পাত্র, সাগরের এসডিপিও দীপাঞ্জন চট্টোপাধ্যায়, রায়দিঘির বিধায়ক অলোক জলদাতা, মন্দিরবাজারের বিধায়ক জয়দেব হালদার-সহ বিভিন্ন আধিকারিকরা ।

সুন্দরবন পুলিশ জেলার উদ্যোগে নারীদের সুরক্ষার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ায় খুশি এলাকার মহিলারা ।

আরও পড়ুন :Winners Team for Chandannagar : নারী সুরক্ষায় চন্দননগর পুলিশের উইনার্স টিম

ABOUT THE AUTHOR

...view details